নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবারই জানা গিয়েছিল এদিন অর্থাৎ বুধবার, ৩১ জুলাই থেকেই শুটিং শুরু হচ্ছে টলিপাড়ায়। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষেই সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দেব জানিয়েছিলেন ফেডারেশনের সঙ্গে পরিচালকদের দ্বন্দে দাঁড়ি পড়তে চলেছে। তারকা-সাংসদের পোস্ট করা সেই ছবিটা দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বৈঠকে দেবের পাশাপাশি হাজির রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রীসভার সদস্য অরূপ বিশ্বাস। এরপর ঘোষণা হয়েছিল এসভিএফ-এর পুজোর ছবির পরিচালক হিসাবে বহাল থাকছেন রাহুল মুখোপাধ্যায়। তবে তাঁর ছবির শুটিং চলতি সপ্তাহের মধ্যেই শুরু হবে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই সমাধানের পরেও টালবাহানা বহাল রাখল ফেডারেশন। টলিপাড়ায় কাজের মেজাজের মধ্যেই রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে তাদের ফের নয়া ঘোষণায় ফের দেখা দিয়েছে অস্বস্তির মেঘ।
বুধবার টালিগঞ্জের কলাকুশলীদের সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানালেন, পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিষয়ে তাঁদের আরও কিছু আলোচনা বাকি রয়েছে। তার জন্য কয়েকদিন প্রয়োজন। ফেডারেশনের আওতায় ভুক্ত টেকনিশিয়ানরা রাহুলের পরিচালনায় কাজ করবেন কি না মূলত সেই বিষয়ে আলোচিত হবে আগামী কয়েকদিনের ফেডারেশনের বৈঠকে। বক্তব্য শেষে স্বরূপ আরও জানান, ৫ আগস্ট নিজেদের সিদ্ধান্ত জানাবেন ফেডারেশন।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই জানা গিয়েছিল ফেডারেশনের তথাকথিত যেসব 'নিয়ম' নিয়ে সোচ্চার হয়েছিলেন টলিপাড়ার পরিচালক এবং প্রযোজকেরা সেসব নিয়ম-কানুনও পাল্টে যাবে।
এছাড়াও ফেডারেশনের সমস্ত রকমের নিয়ম কানুন নিয়ে একটি রিভিউ কমিটি তৈরি হচ্ছে। রাজের মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে আগামী তিন মাসের মধ্যে ফেডারেশনের নতুন সব নিয়ম পেশ করতে হবে সেই রিভিউ কমিটির সামনে।
বুধবার টালিগঞ্জের কলাকুশলীদের সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানালেন, পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিষয়ে তাঁদের আরও কিছু আলোচনা বাকি রয়েছে। তার জন্য কয়েকদিন প্রয়োজন। ফেডারেশনের আওতায় ভুক্ত টেকনিশিয়ানরা রাহুলের পরিচালনায় কাজ করবেন কি না মূলত সেই বিষয়ে আলোচিত হবে আগামী কয়েকদিনের ফেডারেশনের বৈঠকে। বক্তব্য শেষে স্বরূপ আরও জানান, ৫ আগস্ট নিজেদের সিদ্ধান্ত জানাবেন ফেডারেশন।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই জানা গিয়েছিল ফেডারেশনের তথাকথিত যেসব 'নিয়ম' নিয়ে সোচ্চার হয়েছিলেন টলিপাড়ার পরিচালক এবং প্রযোজকেরা সেসব নিয়ম-কানুনও পাল্টে যাবে।
এছাড়াও ফেডারেশনের সমস্ত রকমের নিয়ম কানুন নিয়ে একটি রিভিউ কমিটি তৈরি হচ্ছে। রাজের মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে আগামী তিন মাসের মধ্যে ফেডারেশনের নতুন সব নিয়ম পেশ করতে হবে সেই রিভিউ কমিটির সামনে।
