অভিনেত্রী গওহর খান এবং ইনফ্লুয়েন্সার জায়েদ দরবার দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। বুধবার দম্পতি একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন যে, তাঁরা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। আরও জানান, তাঁদের প্রথম সন্তান জেহান এখন ছোট ভাইকে পেয়ে ভীষণ আনন্দিত।
গওহর এবং জায়েদ তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের খবর ইনস্টাগ্রামে শেয়ার করেন। তাঁরা একটি  প্রতীকী ছবি পোস্ট করেন, যেখানে সিংহ এবং সিংহীর সঙ্গে দু’টি শাবক দেখা যায়। পোস্টের সঙ্গে তাঁরা লেখেন, ‘জেহান ভীষণ আনন্দিত, কারণ সে এখন তার ভাইয়ের সঙ্গে নিজের রাজ্য ভাগ করে নিচ্ছে। আমাদের দ্বিতীয় সন্তান জন্ম নিয়েছে ১ সেপ্টেম্বর ২০২৫-এ। আমাদের আনন্দভরা পরিবারের জন্য সবার ভালবাসা এবং আশীর্বাদ কামনা করছি। কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত বাবা-মা, জায়েদ এবং গওহর।’
শুধু ভক্তরাই নয়, স্বরা ভাস্কর, সোফি চৌধুরি, দিয়া মির্জা, আয়েশা খান, আমায়রা দস্তুর-সহ আরও বহু সেলেবও তারকা-দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
২০২০ সালের নভেম্বর মাসে গওহর এবং সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ বাগদান সম্পন্ন হয়। এর ঠিক এক মাস পর, ডিসেম্বরেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
 
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Gauahar Khan (@gauaharkhan)
 
 
গওহর বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল। তিনি ২০০২ সালে ফেলিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ হন এবং ‘মিস ট্যালেন্টেড’ খেতাব অর্জন করেন। একই বছর তিনি মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন।
 
 
 টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস ৭’-এ তিনি অংশ নিয়ে বিজয়ী হন। মডেলিং ছাড়াও তিনি ‘রকেট সিং: সেলসম্যান অফ দ্যা ইয়ার’ (২০০৯) এবং ‘ইশকজাদে’ (২০১২)-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল।
 
 
 অন্য দিকে, জায়েদ সঙ্গীত পরিচালক ইসমাইল দারবারের ছেলে, একজন অভিনেতা, নৃত্যশিল্পী, ইনফ্লুয়েন্সার এবং কনটেন্ট ক্রিয়েটর।‘বি ইউ অ্যাকাডেমি’ নামে একটি ড্যান্স একাডেমিও পরিচালনা করেন।
গওহর এবং জায়েদ তাঁদের জীবন সাজিয়েছেন ভালবাসা এবং বোঝাপড়াকে সঙ্গী করে। এখন দুই সন্তানের বাবা-মা হিসেবে তাঁদের নতুন অধ্যায় শুরু হয়েছে। পেশা আর পরিবার সামলাতে তাঁরা একে অপরের পাশে থাকছেন। তিন থেকে চার হয়ে এবার আরও এক নতুন অধ্যায় শুরুর পালা তাঁদের।