আজকাল ওয়েবডেস্ক: দাগী দুষ্কৃতি। গা ঢাকা দিতে গুজরাট থেকে পালিয়ে এসেছিল কলকাতায়। তাদের ধরতে গিয়েই হুলস্থুল কাণ্ড সল্টলেকজুড়ে। বৃহস্পতিবার রাতে, কলকাতা পুলিশের তৎপরতায় আটক তিন দুষ্কৃতি। যদিও ওই দলেরই আর একজনের খোঁজ এখনও মেলেনি বলে তথ্য।
পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, গুজরাটের চার দুষ্কৃতী কলকাতায় লুকিয়ে রয়েছে। সেই খবরের সূত্র ধরে খোঁজ করতে শুরু করে। সূত্রের খবর অনুযায়ী কলকাতার এক বিলাসবহুল হোটেলের কাছ থেকে দু'জনকে আটক করা হয়। দু'জন পালিয়ে যায়। তার মধ্যে একজন পূর্বাচল আবাসনের ক্লাসটার ফোর-এর ছাদের কার্নিসে লুকিয়ে পড়ে।
সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে গা ঢাকা দিতে যায় আই পি এস কোয়াটারে। সেখানে নিরাপত্তা রক্ষীরা ধাওয়া করলে তাকে বেঙ্গল টেনিস একাডেমির কাছ থেকে ধরে ফেলে কলকাতা পুলিশ এর হাতে তুলে দেয়।
প্রসঙ্গত, জানা গিয়েছে, গুজরাট থেকে পলাতক ওই চার দুষ্কৃতি, রাজস্থানের এক ব্যবসায়ী খুনে অভিযুক্ত। জানা গিয়েছে, সাত অক্টোবর, এক ব্যবসায়ীকে জিমের মধ্যেই গুলি করে খুনের অভিযোগ তাদের বিরুদ্ধে। তথ্য, ওই খুনের ঘটনায় ইতিমধ্যেই সাতজন ধরা পড়েছে ভিন রাজ্যে। দলের চারজন সেখান থেকে গা বাঁচিয়ে পালিয়ে আসে কলকাতায়। তবে সকলেই ভাড়াটে খুনি, টাকার বিনিময়ে খুন করত বলেও জানা গিয়েছে প্রাথমিকভাবে। এখানে কিছুদিন গা ঢাকা দিয়ে অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলেও জানা গিয়েছে।
তবে তার আগেই, তাদের তিনজনকে ধরে ফেলেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।তবে পলাতক অপর এক ব্যবসায়ীর খোঁজ চলছে এখনও। কলকাতার কতটা পথঘাট চেনা, কতদূর পালাতে পারে সে, সেই বিষয়ে আলোচনা করে, চলছে খোঁজ।
