সংবাদ সংস্থা মুম্বই: 'নিকুম্ভ' নন, এবার 'গুলশন'! ‘সিতারে জমিন পর’-এ আমির খান একেবারে উল্টো মেজাজে, কান্না নয় এবার হাসাবে সিনেমা! ‘তারে জমিন পর’ যাঁকে আবেগের ঝড়ে ভাসিয়েছিল, এবার সেই ছবির ‘আত্মিক সিকুয়েল’ নিয়ে ফিরছেন আমির খান। নাম ‘সিতারে জমিন পর’। তবে এবার গল্পে নেই চোখ ভেজানোর আবহ, বরং রয়েছে হাসি। জেক সঙ্গী করেই এ ছবি দর্শককে ভাবিয়ে তুলবে — দাবি স্বয়ং আমিরের!

 

সম্প্রতি, এই ছবি প্রসঙ্গে আমির বলেন, “আমি এখন যে ছবিটা করছি, সেটা প্রায় তৈরি। এর মূল সুর ‘তারে জমিন পর’-এর মতোরই তবে এবার সেটা কমেডির মোড়কে। বিশেষ চাহিদাসম্পন্ন, ক্ষমতাসম্পন্ন মানুষদের নিয়ে গল্প— তবে এবার কাঁদাবে না, বরং প্রাণখোলা হাসি আনবে মুখে।”

 

এই ছবিতে আমিরের চরিত্রের নাম গুলশন — আর এই গুলশন একেবারেই নিকুম্ভের বিপরীত মেরু! আমিরের কথায়, “গুলশন একেবারে উদ্দাম, অসভ্য, রুঢ়স্বভাব। সে কারও কথা মানে না, স্ত্রীর সঙ্গে ঝামেলা, মায়ের সঙ্গেও ঝগড়া, এমনকী সিনিয়র কোচকে পর্যন্ত মারধর করে! একটা বাস্কেটবল টিমের কোচ, কিন্তু ভেতরে ভেতরে মানসিক টানাপড়েনের মানুষ। কীভাবে ওই স্পেশ্যাল মানুষগুলোর সংস্পর্শে তার ভেতরের রুক্ষতা বদলায়, সেটাই গল্প।

 

ছবিটি আসলে জনপ্রিয় স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন্স’-এর রিমেক। পরিচালনায় রয়েছেন আর এস প্রসন্না। মুখ্য চরিত্রে থাকছেন আমির খান, দর্শিল সাফারি ও জেনেলিয়া দেশমুখ। সূত্রের খবর, আগামী ২০ জুন বড়পর্দায় আসছে এই স্পোর্টস-ড্রামেডি।খবর, প্রথমে মে মাসের শেষে মুক্তি দেওয়ার ভাবনা থাকলেও এখন ২০ জুন-ই চূড়ান্ত। সূত্র মারফত জানা গিয়েছে, আমির বক্স অফিসে নিরিখে মুক্তির জন্য জুনের সময়টাকেই বেছে নিয়েছেন। কারণ মে ৩০-এর বদলে জুন ২০ তাঁর ছবিকে বক্স অফিসে আরও দু’সপ্তাহের ‘ক্লিয়ার রান’ দেবে। ছবির সম্পাদনাও শেষ। এখন আমিরের নজর পুরোপুরি ছবির প্রচার ও বিজ্ঞাপনের দিকে। আমির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ‘সিতারে জমিন পর’-এর গল্পে হিউমার, আবেগ আর ড্রামার নিখুঁত মিশেল রয়েছে, যা আমিরের ছবির বিশেষত্ব। তিনিও এই ছবি নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। আরও জানা গিয়েছে, ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী দু’সপ্তাহের মধ্যেই।

 

‘সিতারে জমিন পর’ শুধুই একটি সিক্যুয়েল নয়, বরং এটি এক নতুন আবেগের উদ্‌যাপন— যেখানে মজার ছলে জীবনের গভীর বার্তা তুলে ধরবেন বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’।