আজকাল ওয়েবডেস্ক: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ হতে চলেছে। আগামী ৩১ অক্টোবর প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল। শুক্রবার, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানায় ৩১ অক্টোবর দুপুর একটার পর থেকে অনলাইনে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

মূলত মোট প্রাপ্ত নম্বর, বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর, বিষয় ভিত্তিক পার্সেন্টেইল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবারেই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গত ২২ সেপ্টেম্বর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে।

প্রসঙ্গত, অক্টোবরের শুরুতেই উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্রের ধরন নিয়ে বিভ্রান্তি কাটাতে আসরে নামে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৩ অক্টোবর, ২০২৫ তারিখের এক সরকারি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। পরীক্ষার বিন্যাস এবং কাঠামো সম্পর্কে সংসদের পূর্ববর্তী ঘোষণাগুলির সূত্র ধরেই এই নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল সংসদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশ্নপত্রে প্রতিটি বিষয় বা অধ্যায় (ইউনিট) থেকে যতগুলি প্রশ্নের উত্তর দিতে হবে, তার জন্য একটি নির্দিষ্ট সূত্র মানা হবে। সূত্রটি হল 2x। এখানে ‘x’ হল কোনও নির্দিষ্ট ইউনিট বা বিষয় থেকে যতগুলি প্রশ্নের উত্তর একজন পরীক্ষার্থীকে দিতে হবে, তার সংখ্যা। অর্থাৎ, যতগুলি প্রশ্নের উত্তর দিতে হবে, তার দ্বিগুণ প্রশ্ন দেওয়া থাকবে। সেই সঙ্গে যে কোনও ধরনের প্রশ্নের ক্ষেত্রেই বিকল্প দেওয়া হবে। সেই বিকল্পগুলিও একই বিষয় বা ইউনিট থেকেই আসবে বলে জানানো হয়।

 

সংসদ জোর দিয়ে জানায় যে, কয়েকটি ব্যতিক্রম বাদে বেশিরভাগ বিষয়ের ক্ষেত্রেই এই সূত্রটি প্রযোজ্য হবে। পরীক্ষার কাঠামো নিয়ে পড়ুয়াদের মধ্যে কোনওরকম বিভ্রান্তি দূর করতে এই বিজ্ঞপ্তির পাশাপাশি বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের ধরনও প্রকাশ করার পরিকল্পনা রয়েছে সংসদের।

সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "মনে রাখবেন, প্রশ্নপত্রে বিকল্প দেওয়ার ক্ষেত্রে প্রায় সব বিষয়েই 2x সূত্রটি মানা হয়েছে। এখানে x হল একটি নির্দিষ্ট ইউনিট বা বিষয় থেকে যতগুলি প্রশ্নের উত্তর দিতে হবে, তার সংখ্যা। ব্যতিক্রমী কয়েকটি ক্ষেত্র বাদে সব বিকল্পই একই বিষয় বা ইউনিট থেকে দেওয়া হবে।"

প্রসঙ্গত, এপ্রিলের মাঝামাঝি সময়ে সংসদ রাজ্য সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য সেমিস্টার ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছিল। এই নতুন ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক বা ১০+২ পাঠ্যক্রমকে চারটি ভাগে ভাগ করা হয়েছে: সেমিস্টার ১, ২, ৩ এবং ৪।

বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণি সেমিস্টার ১ ও ২-তে এবং দ্বাদশ শ্রেণি সেমিস্টার ৩ ও ৪-এ বিভক্ত। তৃতীয় সেমিস্টারের (দ্বাদশ শ্রেণি) পরীক্ষা গত ৮ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আগামী বছরের ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা।

আরও পড়ুন: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার একাধিক চমক! আলো-প্রতিমায় মুগ্ধ শহর, দেখতে আসছেন শ'য়ে শ'য়ে 

 

এদিকে, সংসদের প্রথম সেমিস্টার (একাদশ শ্রেণি) বোর্ড পরীক্ষার ফলাফল ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণা করা হবে বলে আগেই জানিয়েছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা। একাদশ শ্রেণিতে উভয় সেমিস্টারের সম্মিলিত পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত ফলাফল তৈরি হবে, যা প্রার্থীদের গ্রেড এবং র‍্যাঙ্কিং নির্ধারণ করবে।