দুর্গাপুজোয় সকলের মাঝে মধ্যমণি হয়ে উঠতে কে না চান! তাই তো পুজোর সময়ে দামি ফেসিয়াল থেকে প্রসাধনী, ত্বকের নানা পরিচর্যায় ঝোঁক বাড়ে। ঘণ্টা পর ঘণ্টা লাইন চোখে পড়ে পার্লারে। পকেটে যতই টান পড়ুক, উৎসবের মরশুমে নজরকাড়া হয়ে উঠতে মন চায় কম-বেশি সকলেই। অনেক সময় দামি প্রোডাক্ট ব্যবহার করেও কোনও লাভ হয় না। উল্টে কারওর পিছু ছাড়ে না ব্রণ, কারওর আবার উঁকি মারে বলিরেখা, হারায় ত্বকের উজ্জ্বলতা। তাই ঠিক পুজোর দোরগোড়ায় বাড়িতেই সহজে ঘরোয়া উপায়ে করতে পারেন ফেসিয়াল। পার্লারের খরচ থেকে সময় যেমন বাঁচবে, তেমনই ফিরবে ত্বকের জৌলুস। তাহলে ধাপে ধাপে জেনে নিন কীভাবে বাড়িতে করবেন ফেসিয়াল- 

১. বাড়িতে ফেসিয়াল করতে প্রথমেই ফেস ক্লিনআপের ধাপ শুরু করতে হবে। রোজকার ব্যবহৃত ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে পারেন। হাতের তালুর চাপ দিয়ে ও আঙুলের সাহায্যে মুখ ম্যাসাজ করে ধুয়ে নিন। ক্লিনজারের কোনও অংশ যেন মুখে লেগে না থাকে সেদিকে খেয়াল রাখুন। চাইলে ফেসওয়াশের বদলে কাঁচা দুধ তুলোয় নিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।

আরও পড়ুনঃ পারফিউম ছাড়া দিন চলে না? অজান্তেই ডেকে আনছেন না তো ক্যানসার, বন্ধ্যাত্বের ঝুঁকি! ভয়ঙ্কর সতর্কবার্তা দিলেন গবেষকরা

২. ক্লিনজিংয়ের পর স্ক্রাবিং খুব জরুরি। বাড়িতেই একটি বাটিতে দুই টেবিল চামচ কফি, এক টেবিল চামচ চিনি ও এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ভাল করে। মিশ্রণটি মুখের সঙ্গে শরীরেও আলতো হাতে ঘষে স্ক্রাব করতে পারেন। মৃত কোষ সরিয়ে ফেলে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে এক্সফোলিয়েশন। ত্বকের ধরন অনুযায়ী বাজারচলতি স্ক্রাবও বেছে নিতে পারেন। 

৩. এক্সফোলিয়েশন করার পরে স্টিম নেওয়া প্রয়োজন। মুখে সরাসরি গরম জল দেওয়া উচিত নয় ঠিকই, কিন্তু গরম জলের ভাপ নেওয়া ত্বকের জন্যে ভাল। এতে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে, ফলে ত্বকে অক্সিজেনের সরবরাহও হয় ঠিকঠাক। তাই সহজেই আপনার ত্বকের জেল্লা ফেরে।

৪. পরবর্তী ধাপ হল ফেস মাসাজ। ভাল মানের ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করুন। অবশ্যই ত্বকের ধরন অনুযায়ী ক্রিম ব্যবহার করতে হবে। চাইলে বাড়িতেই ক্রিম বানিয়ে নিতে পারেন। একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ চামচ গোলাপ জল, ১ চা চামচ ল্যাভেন্ডার অয়েল নিন। প্রতিটি উপাদান ভাল করে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তাহলেই আপনার ক্রিম তৈরি। গলা থেকে শুরু করে মুখ পর্যন্ত উপরের দিকে হাত ঘুরিয়ে ম্যাসাজ করুন। ভিজে রুমালের সাহায্যে মুখ মুছে নিন। 

৫. এবার মুখে লাগিয়ে নিন ফেস প্যাক। ২ চামচ বেসন, এক চামচ দই, আধ চামচ হলুদ মিশিয়ে ঘরোয়া প্যাক তৈরি করুন। ১৫ মিনিট প্যাকটি রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। ফেসপ্যাক ধোওয়ার পর টোনার লাগান। চাইলে ফেস সিরাম লাগাতে পারেন। শেষে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। দিনের বেলা এই পরিচর্যা করলে অবশ্যই সানস্ক্রিন লাগান।