উদ্দালক ভট্টাচার্য: কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রথম দিনের ছবি তালিকায় ছিল বিহারের বজ্জিকা ভাষায় তৈরি ‘অজুরে’। এই ছবির হাত ধরে একদিকে যেমন ইতিহাস তৈরি করলেন পরিচালক, সেই সঙ্গে মনে করিয়ে দিলেন ভারতের গ্রাম জীবনের সারল্যকে। ইতিহাস কারণ, বজ্জিকা ভাষায় এটি প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। বিহারের প্রত্যন্ত অঞ্চলের এই ভাষা প্রথম উঠে এল সিনেমার পর্দায়। পাশাপাশি, এই ছবিতে উঠে এল উত্তর বিহারের গ্রাম জীবনের সরল জীবনযাপন, সঙ্গে স্থানীয় সংস্কৃতির ছোঁয়াও লেগে রইল পর্দা জুড়ে। ধূসর বিহারের দিগন্তজোড়া ধূসরতার সঙ্গী হল মাতৃহীন এক স্কুল পড়ুয়া কন্যা ও তার পিতা। তবে শিরোনামের তথ্য অক্ষরে অক্ষরে সত্যি, এই গ্রামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে লাগে ১০০ টাকা আর ই মেল অ্যাকাউন্ট খুলতে লাগে ৫০ টাকা। 

 

পরিচালক আরিয়ান চন্দ্র প্রকাশ জানালেন, এই ছবি তৈরি করতে তাঁর পাঁচ বছর সময় লেগেছে। তার অন্যতম কারণ, এই ছবির অভিনেতারা কেউ পেশাদার অভিনেতা নন। তাঁরা প্রত্যেকে ব্যক্তিগত জীবনেও বিহারের এই অঞ্চলেরই বাসিন্দা। স্বাভাবিক ভাবে, নগর সভ্যতা থেকে দীর্ঘ দূরত্বে শালের জঙ্গলের ভিতর কোনওমতে বেঁচে থাকা এই মানুষগুলোর সামনে ক্যামেরা বসানো সহজ নয়। অভিনয় করতে পারেন না তাঁরা, ক্যামেরার সামনে স্বাভাবিক হতে তাই তাদের অনেক সময় লেগেছে। পাশাপাশি, ছবি তৈরির জন্য প্রযোজক, সম্পাদক খুঁজে পেতেও অনেক সময় লেগেছে। 

 

 

দেশজুড়ে আঞ্চলিক ভাষার ছবির যেন জোয়ার এসেছে শেষ কয়েক বছর ধরে। মৈথিলী ভাষায় ছবি তৈরি হয়েছে, অসমের ছবি পৃথিবী কাঁপিয়েছে। গুজরাতি ভাষায় তৈরি কোর্ট ছবি আন্তর্জাতিক ক্ষেত্রে সাধুবাদ পেয়েছে। সেই তালিকায় যুক্ত হল এই ছবি। আঞ্চলিক সংস্কৃতির ধারক হিসেবে, এই ছবিতে উঠে এসেছে 'লৌন্ডা ডান্স'-এর প্রসঙ্গ। পুরুষ মহিলার বেশে নাচ প্রদর্শন করে মাধুকরী উপার্জনের যে ধারা বিহারের এই অংশে আছে, তাকেই 'লৌন্ডা নাচ' বলা হয়। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র স্কুল পড়ুয়া সালোনির বাবা সেই পেশার সঙ্গেই যুক্ত। মাতৃহীন সালোনি বাবার সঙ্গে তাই নিস্তরঙ্গ গ্রাম্য জীবনে একাই হাতে সংসার সামলায় আর পড়াশোনা করে। সেই গ্রাম জীবনের নিস্তরঙ্গ অথচ আশ্চর্য জীবনের স্বাদ পৌঁছে দেওয়াই এই ছবির মূল কথা। উৎসবের প্রথম দিনের এই ছবি নিঃসন্দেহে উল্লেখযোগ্য হয়ে রইল। পাশাপাশি এটাও উল্লেখ করতে হয়, কলকাতা চলচ্চিত্র উৎসবেই এই ছবি প্রথম মুক্তি পেল, সেদিক থেকে এবারের প্রদর্শন পরিচালকের কাছে আলাদা করে স্মরণীয় হয়ে থাকবে।