আজকাল ওয়েবডেস্ক: অনেক বাড়িতে মাকড়সা জাল বোনে। ঝুল জমে থাকা ঘর অপরিচ্ছন্ন দেখায়। বারবার পরিষ্কার করেও লাভ হয় না। প্রায় প্রতিটি বাড়িতেই এই ঘটনা নজরে আসে। তবে জানেন কি ঘরে মাকড়সার জাল থাকা শুভ না অশুভ? জেনে নিন কী বলছে বাস্তুশাস্ত্র।
বাস্তু অনুযায়ী, বাড়িতে যেমন বেশ কিছু নিয়ম মানলে শুভ হয়। তেমনই পরিবারে অনেক ঘটনার অশুভ প্রভাব পড়ে। আর বাড়িতে শুভ শক্তি থাকলে সেই সংসারে কোনও সমস্যা গ্রাস করতে পারে না। আবার যে সংসারে অশুভ শক্তির প্রাধান্য থাকে, সেই বাড়ির সদস্যদের জীবনে নানা সমস্যা লেগেই থাকে, এমনটাই বলছে বাস্তুশাস্ত্র। মাকড়সার জাল এক বাড়িতে এক এক রকমের ফল দেয়। অর্থাৎ বাড়িতে কোথায় মাকড়সা জাল বুনেছে তার উপর নির্ভর করে সেটি কতটা প্রভাব ফেলবে।
মাকড়সা একটি বিষাক্ত প্রাণী যার ঘরে উপস্থিতি যেমন রোগের কারণ হতে পারে, তেমনই রয়েছে অশুভ প্রভাব। বাস্তুশাস্ত্র অনুযায়ী, পুজোর ঘরে মাকড়সার জাল থাকলে পরিবারের সদস্যদের দুর্ভাগ্যের মুখে পড়তে হতে পারে। তাই ঠকুরঘরের চারপাশে মাকড়সার জাল থাকলে তা পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। আবার রান্নাঘরে মাকড়সার জাল হলে পরিবারের অসুস্থতা লেগেই থাকে। শোওয়ার ঘরে মাকড়শার জালের কারণে বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে। হতে পারে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ।
এখানেই শেষ নয়, বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়িতে মাকড়সার জাল থাকলে রুষ্ট হন লক্ষ্মী। কারণ দেবী অপরিচ্ছন্নতা পছন্দ করেন না। আর লক্ষ্মী বিদায় নিলে সংসারে দেখা দেয় আর্থিক সংকট। যে কোনও কাজে আসে বাধা। এমনকী যে বাড়িতে মাকড়সার জাল থাকে, সেই বাড়ির সদস্যদের মধ্যে আলস্য, কর্মে অনীহা, অশান্তি দেখা দেয়। মাকড়সার জাল থাকলে সার্বিকভাবে বাড়ির সদস্যদের উপর মানসিক শান্তি বিঘ্নিত হয়।
