আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে ভারতের টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জয় শাহ। টুর্নামেন্টের আগে যাবতীয় জল্পনাকে দূরে সরিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন জয় শাহ।

 

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখযোগ্যভাবে, এই টুর্নামেন্ট পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আইসিসির কাছে সূচি নিয়ে একটি খসড়া জমা দিয়েছে।

 

কিন্তু ভারত এখনও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। ২০০৮ সালের পর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারত পাকিস্তান সফর করেনি। রাজীব শুক্লা জানিয়েছেন, পাকিস্তানে ভারতের সফরের সম্ভাবনা সরকারি অনুমতির ওপর নির্ভর করছে।

 

তিনি জানান, 'আইসিসির নিয়ম অনুসারে, সরকার অনুমতি না দিলে কোনও দল ওই দেশে সফর করতে পারবে না। তাই আমরা সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।' প্রসঙ্গত, এর আগে পাকিস্তানে এশিয়া কাপের সময় হাইব্রিড মডেল নেওয়া হয়েছিল। সেবার ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল।