সংবাদ সংস্থা মুম্বই : পরপর বলিউডের বিগ বাজেটের সব ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। পাঁচটির মধ্যে একটি ছবি হয়তো সাফল্যের মুখ দেখছে। কেন হঠাৎ করে হচ্ছে এমন? সমস্যাটা ঠিক কোথায়? হাতড়ে খুঁজে বের করলেন বলিউডের সফল পরিচালকদের মধ্যে অন্যতম নির্দেশক সঞ্জয় গুপ্তা।
‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা, ‘কাবিল, ‘মুসাফির-এর মতো ছবির পরিচালক সঞ্জয় গুপ্ত। তিনি নিজের বরাবরই মুম্বইয়ের মাফিয়া ও অন্ধকার জগৎকে তুলে ধরেছেন নিজের ছবিতে। এবং বক্স অফিসে সেসব ছবি যথেষ্ট সাফল্যের মুখও দেখেছে। তিনি বললেন ইন্ডাস্ট্রিতে এইমুহূর্তে ভাল পরিচালকের বেশ অভাব। সেটি একটি অন্যতম প্রধান কারণ হতে পারে হিন্দি ছবির এত ব্যর্থতার।
স্পষ্ট ভাষায় ‘কাবিল-এর পরিচালক বলে চলেন, " একজন দর্শক অনেক কিছু পেরিয়ে তবে প্রেক্ষাগৃহে ছবি দেখতে যান। আর তিনি যান এই লক্ষ্য নিয়ে যাতে কয়েক ঘন্টার জন্য চারপাশের সমস্যা ভুলে অন্য জগতে ঢুকে পড়তে পারেন। আজকের দিন সে মুম্বই হোক কিংবা দেশের অন্য কোনও জায়গা...খারাপ রাস্তা, খোঁড়াখুঁড়ি, হাজারটা সমস্যা চারপাশে। সেসব পেরিয়ে যখন একজন দর্শক যখন তাঁর বন্ধুবান্ধব অথবা পরিবারের সঙ্গে প্রেক্ষাগৃহে ঢুকছেন ছবি দেখার জন্য, তার অর্থ টি সমস্যার পরেও তিনি ছবি দেখতে চান। আর এত কিছুর পর যদি সেই ছবিটি যদি দর্শকের মন না ভরাতে পারে তাহলে স্বাভাবিকভাবেই প্রেক্ষাগৃহের আসন ফাঁকা হতে শুরু করে। এবং অতি অবশ্যই একটি কারণ আমি বলব, বর্তমানে ভাল পরিচালকের অভাব। আগেকার মতো কোথায় সেই ভাল পরিচালক যারা দুরন্ত সব গল্প, চিত্রনাট্য নিয়ে ছবি তৈরি করতে পারতেন?
