সংবাদসংস্থা মুম্বই: ফের প্রেমের ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন করণ জোহর। ছবির নাম ‘চাঁদ মেরা দিল’। বৃহস্পতিবার সমাজমাধ্যমে প্রকাশ করলেন এই নতুন ছবির পোস্টার। যে ছবির নায়ক লক্ষ্য আর নায়িকা অনন্যা পাণ্ডে। পরিচালনার দায়িত্বে বিবেক সোনি। করণের ভাষায় এই ছবি ‘অভিনব এবং ভালবাসায় মাখামাখি’।
ছবির একাধিক পোস্টারে কখনও মিষ্টি, কখনও বা ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন লক্ষ্য এবং অনন্যা। পোস্টারের সঙ্গে করণ লিখলেন, “আমাদের কাছে দুটো চাঁদ আছে, একটা নিদারুণ পাগল প্রেমের গল্প আপনাদের কাছে উপহার দিতে, যা আগে কখনো হয়নি। পাগলামি ছাড়া প্রেমের যে কোনো মজাই নেই!”
এর আগে লক্ষ্যকে দর্শক দেখেছে কিল ছবিতে। সেই ছবিতে দারুণ প্রসংশিত হয়েছিল লক্ষ্যর পারফরম্যান্স। অন্যদিকে, ধর্মা প্রোডাকশনের ঘরের মেয়ে অনন্যা পাণ্ডে। বলিপাড়ায় তাঁর প্রথম থেকে কেরিয়ারের সিংহভাগ ছবি-ই করণের প্রযোজনা সংস্থার। এর আগে অ্যাকশন দিয়ে দর্শকের মন জয় করা লক্ষ্যকে, আদ্যোপান্ত প্রেমের ছবিতে দেখা নিসন্দেহে বড় উপহার হতে চলেছে দর্শকদের কাছে। সব ঠিক থাকলে ২০২৫ সালেই মুক্তি পাবে এই সিনেমা।
