করিশ্মা কাপুরের প্রাক্তন স্ত্রী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তাঁর ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে শুরু হয়েছে পারিবারিক বিবাদ! করিশ্মা তাঁর দুই সন্তান সামাইরা ও কিয়ানের সঙ্গে সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সাচদেবের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। করিশ্মা ও তাঁর সন্তানরা অভিযোগ করেছেন, সঞ্জয় কাপুরের দলিল জাল করেছেন প্রিয়া এবং তাঁদের উত্তরাধিকারের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 

যদিও করিশ্মা সরাসরি আদালতে উপস্থিত থেকে এই লড়াইয়ে অংশ নিচ্ছেন না। তবুও তাঁর দৃঢ়তা, সাহসিকতা এবং নীরবতা প্রশংসিত হচ্ছে সর্বত্র। সম্প্রতি এই নিয়ে করিশ্মার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্র বিশ্লেষক খালিদ মোহাম্মদ। 

আরও পড়ুনঃ ভ্যাম্পায়ার’ হিসেবে শুরুটা কেমন হল আয়ুষ্মান-রশ্মিকার? উড়ছে না খোঁড়াচ্ছে ‘থামা’?

ইনস্টাগ্রাম পোস্টে করিশ্মাকে তিনি লিখেছেন, 'সব প্রতিকূলতার বিরুদ্ধে সাহসী' হিসেবে অভিহিত করেছেন। এই পোস্টে করিশ্মা তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সঙ্গে লেখেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সাহসী হওয়া তাঁর জন্য গুরুত্বপূর্ণ। যার প্রেক্ষিতে অভিনেত্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কমেন্ট বাক্স ভরে গেছে নেটাগরিকদের শুভেচ্ছা বার্তায়। 

সম্প্রতি জীবনের কঠিন পরিস্থিতিতে করিশ্মার নীরবতা ও দৃঢ়তা বলিপাড়ায় বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। অনুরাগীরা করিশ্মার এই প্রতিক্রিয়াকেও ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাঁরা মনে করছেন, এই কঠিন সময়েও করিশ্মার দৃঢ় মনোবল ও সাহসিকতা তাঁকে আরও বেশি শ্রদ্ধার যোগ্য করে তুলেছে।

প্রসঙ্গত, সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সোনা কমস্টার কোম্পানির মালিকানা এবং বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? তা নিয়েই গোল বেঁধেছে সঞ্জয়ের দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে। যদিও ঘনিষ্ঠ সূত্রের খবর, বিবাহ বিচ্ছেদের সময় ৭০ কোটি টাকা খোরপোশ নেওয়ায় এই সম্পত্তির কানাকড়িও পাবেন না করিশ্মা কাপুর। সেক্ষেত্রে কোম্পানির নতুন ‘মালিক’ হিসেবে সঞ্জয়ের মা রানি কাপুর এবং স্ত্রী প্রিয়া সচদেবের নাম শোনা গিয়েছিল। কিন্তু সম্প্রতি বাবার সম্পত্তির ভাগ চেয়ে সৎ মায়ের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ করিশ্মার দুই সন্তান সামাইরা এবং কিয়ান। তারপর থেকেই পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে।