আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকার সাম্প্রতিক সময়ে বারবার সুর চড়িয়েছে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে। অভিযোগ, ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্র। তৃণমূল কংগ্রেস কলকাতা ছাড়িয়ে সুর চড়িয়েছে রাজধানীর রাজপথেও। ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হলে, আগস্ট থেকেই কাজ শুরুর নির্দেশ দিয়েছিল আদালত। কেন্দ্র ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সোমবার সেখানেই বড় ধাক্কা খেল মোদি সরকার।
Another crushing defeat for the BOHIRAGOTO BANGLA-BIRODHI ZAMINDARS.
— Abhishek Banerjee (@abhishekaitc)
The Hon’ble Supreme Court today dismissed the Central Government’s plea challenging the Calcutta High Court’s order directing the resumption of MGNREGA in Bengal. This is a HISTORIC VICTORY for the people of…Tweet by @abhishekaitc
বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে সোমবার ওই মামলার শুনানি হয়। তাতে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত। খারিজ করে দেওয়া হয়েছে কেন্দ্রের আবেদন। অর্থাৎ এবার ১০০ দিনের কাজের টাকা দেবে কেন্দ্র এবং রাজ্যে ফের শুরু হবে একশ দিনের কাজ। এই রায়ে নিঃসন্দেহে বড় জয় রাজ্যের।
Supreme Court orders Centre to resume MNREGA in Bengal immediately. Another BJP attempt to victimise, disenfranchise & blockade Bengal is thwarted . https://t.co/4rGd85Ky2g
— Mahua Moitra (@MahuaMoitra)Tweet by @MahuaMoitra
এই রায় সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লেখেন, 'যেমনটা আমি আগে বলেছিলাম, আবারও বলব: চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি! জয় বাংলা'
আরও পড়ুন: বাংলা পারল, কিন্তু বাকি রাজ্যগুলি? পথকুকুর মামলায় বদনাম হচ্ছে দেশের, কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের!...
অভিষেক লিখেছেন, 'বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের আরেকটি শোচনীয় পরাজয়। মাননীয় সুপ্রিম কোর্ট আজ কলকাতা হাইকোর্টের বাংলায় মনরেগা পুনরায় চালু করার নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকারের আবেদন খারিজ করে দিয়েছে। এটি বাংলার জনগণের জন্য একটি ঐতিহাসিক জয়, যারা দিল্লির অহংকার এবং অন্যায়ের সামনে মাথা নত করতে অস্বীকার করেছিল।'
আরও পড়ুন: সেনাবাহিনীর অফিসার, সুযোগ পেয়েই খাবারে মাদক মিশিয়ে ধর্ষণ চিকিৎসককে! জ্ঞান ফিরতেই যুবতীর সামনে আরও বড়
সঙ্গেই তিনি লেখেন, 'যখন তারা রাজনৈতিকভাবে আমাদের পরাজিত করতে ব্যর্থ হয়, তখন বিজেপি বঞ্চনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তারা বাংলার উপর অর্থনৈতিক রোধ আরোপ করে, দরিদ্রদের মজুরি কেড়ে নেয় এবং মা, মাটি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনগণকে শাস্তি দেয়। কিন্তু বাংলা হার মানে না। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রতিটি ন্যায্য টাকা, প্রতিটি সৎ কর্মী, প্রতিটি নীরব কণ্ঠের জন্য লড়াই করব। আজকের রায় তাদের মুখে গণতান্ত্রিক চপেটাঘাত যারা বিশ্বাস করত যে বাংলাকে ধমক দিয়ে, জোর করে, চুপ করিয়ে রাখা যেতে পারে।' অভিষেক তাঁর পোস্টের শেষে লিখেছেন, বিজেপি জনগণের ভোটে এবং সর্বোচ্চ আদালতে পরাজিত হয়েছে।
