আজকাল ওয়েবডেস্ক: অবসর নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। শনিবার চেন্নাইতে আইপিএলের ম্যাচ চলাকালীন ধোনির বাবা-মাকে গ্যালারিতে দেখা যাওয়ার পর থেকেই গুজব রটে যায় যে শেষ ম্যাচ খেলে নিচ্ছেন ধোনি। এরপর ধোনির স্ত্রী সাক্ষীকে জিভাকে কিছু বলতে দেখা যায়।
অনেকে দাবি করেন, সেখানে ‘লাস্ট ম্যাচ’ শব্দটি বলতে শোনা গিয়েছে। তবে সম্প্রতি এক পডকাস্টে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন ধোনি নিজেই। তাঁর সাফ বক্তব্য, তিনি এখনই আইপিএল থেকে অবসর নিচ্ছেন না। বরং, তাঁর শরীর সায় দিচ্ছে কিনা তার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবেন তিনি।
ধোনি বলেন, ‘এখনই অবসর নয়। আমি এখনও আইপিএল খেলছি। আমি বিষয়টা খুব সহজ করে নিয়েছি। একটা একটা বছর করে ভাবি। আমার এখন এখন ৪৩ বছর বয়স। এই আইপিএল শেষ হলে ৪৪ বছরে পা দেব। এরপর আমার কাছে ৮-১০ মাস সময় থাকবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে আমি নই, আমার শরীর সিদ্ধান্ত নেবে আমি খেলতে পারব কিনা। তাই একটা একটা বছর ভেবে সিদ্ধান্ত নেব’।
ধোনির এই মন্তব্য এই মন্তব্যে নিঃসন্দেহে ভক্তদের কাছে একটা বড় স্বস্তি। এখনও পর্যন্ত ব্যাটে-বলে যেভাবে ফিট ধোনি, তাতে আরও কয়েকটা মরশুম তাঁকে আইপিএলে দেখা যেতেই পারে। এখন শুধু সময়ই বলবে, ‘ক্যাপ্টেন কুল’-এর শেষ অধ্যায় কবে লেখা হবে।
