আজকাল ওয়েবডেস্ক: ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনির প্রপৌত্র রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি ফের ফিরলেন ইতালিয়ান সিরি আ ক্লাব লাজিও-তে। গত মরশুমে সিরি বি-র ক্লাব জুভে স্টাবিয়ায় দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁকে আবার নিজেদের দলে অন্তর্ভুক্ত করল রোমের এই ঐতিহ্যবাহী ক্লাব। ২২ বছর বয়সি রাইট ব্যাক রোমানো ২০২২ সালে প্রথমবার লাজিও-তে যোগ দেন। তবে সেবার কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি। এরপর ২০২৩-২৪ মরশুমে তিনি লোন ট্রান্সফারে পেস্কারাতে যোগ দেন।
সেখানে তিনি ৩২টি ম্যাচ খেলেন। পরে আরও একটি লোন ট্রান্সফারে তিনি যোগ দেন জুভে স্টাবিয়ায়। সেখানে ৩৩টি ম্যাচে খেলেন তিনি। সব মিলিয়ে গত মরশুমে তিনি ৩৭টি ম্যাচ খেলে একটি গোল করেন এবং চারটি অ্যাসিস্ট করেন। জুভে স্টাবিয়া তাঁকে পারমানেন্ট ট্রান্সফারে কিনতে চাইলেও লাজিও তাঁকে ফের নিজেদের দলে টেনে আনে। উল্লেখযোগ্যভাবে, রোমানোর মা আলেসান্দ্রা মুসোলিনি ইতালির রাজনীতিতে পরিচিত মুখ। তিনি সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়া (Forza Italia) পার্টির প্রাক্তন ইউরোপীয় সংসদ সদস্য ছিলেন।
ইতিহাস বলছে, লাজিও-র সমর্থক গোষ্ঠীর সঙ্গে ডানপন্থী রাজনীতির সম্পর্ক বহু পুরনো। ১৯৭০-এর দশক থেকে ‘ইর্রিদুচিবিলি’ নামে পরিচিত লাজিও-র আল্ট্রাস সমর্থকদের মধ্যে চরম দক্ষিণপন্থী ভাবধারা প্রবল। ইন্টার মিলান এবং ভেরোনার ডানপন্থী আল্ট্রাস ফ্যানবেসের সঙ্গেও তাদের সুসম্পর্ক রয়েছে। রোমানো মুসোলিনির দলে ফেরা নিঃসন্দেহে ফুটবল ও রাজনীতির সংযোগ নিয়ে আবারও আলোচনা উস্কে দিয়েছে ইতালির ফুটবলে। এখন দেখার, লাজিও-র মূল দলে কতটা প্রভাব ফেলতে পারেন মুসোলিনির প্রপৌত্র।
