টলিউড এবং বলিউডের জনপ্রিয় মুখ অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। তবে প্রায় তিন বছর ধরে অভিনয় জগত থেকে দূরে রয়েছেন। সেভাবে দেখা যায়নি কোথাও। টলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’এর পাশাপাশি বলিউডের রাম গোপাল বর্মার সঙ্গেও দারুন কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও অভিনয় করেছেন। তবে নিজেকে দক্ষ অভিনেত্রী প্রমাণ করার পর হঠাৎ করেই উধাও হয়ে যান তিনি। প্রথমবার সেই কারণ আনলেন প্রকাশ্যে। এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই কথা বলেননি তিনি। প্রথম সামাজিক মাধ্যমে তাঁর উপর ঘটে যাওয়া অকথ্য অত্যাচারের কথা সামনে আনলে নয়না। তাঁর দাবি, এই কারণেই এতদিন কাজ থেকে দূরে থাকা, এমনকি ওজন বেড়ে যাওয়া, মানসিকভাবে ভেঙে পড়া— সব কিছুই ঘটেছে।
নিজের সামাজিক মাধ্যমে নয়না লিখেছেন, ‘কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে। তিন বছর ধরে আমি কোনও মাধ্যমে সেভাবে আর কাজ করিনি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এবার বাধ্য হলাম সামনে আসতে। কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এবার এই প্রেম ও ভালবাসার সম্পর্কে থাকার মাশুল গুনতে হচ্ছে। দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এবার তার নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি।’
নয়নার এই পোস্ট দেখে হতবাক অনেকেই। অভিনেত্রীর দাবি অনুযায়ী, নিজের ভালবাসার জন্য কাজ থেকে দূরে থেকেছেন তিনি। সহ্য করেছেন অকথ্য অত্যাচার। তবে আর চুপ থাকবেন না তিনি। নয়নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অনেকদিন ধরেই সহ্য করে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেছি এক সময়। কাজ থেকে দূরে থেকেছি, সামাজিক মাধ্যমেও তেমন ভাবে ছিলাম না। তবে আর মেনে নিতে পারছি না সেই কারণেই সামাজিক মাধ্যমে বললাম। তবে নাম এখনও বলিনি, তাও আমায় ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। এবার আমি নাম সামনে আনবই। আর চুপ করে সব কিছু সহ্য করব না।”
নয়নার অভিযোগ, সামাজিক মাধ্যমে লেখার পর থেকেই হুমকি শুনতে হয়েছে তাঁকে। তবে এই ভয়ে আর চুপ থাকতে নারাজ অভিনেত্রী। ভালবাসার পরিণতি যে এমন হতে পারে তা কখনওই ভাবেননি নয না।
‘চরিত্রহীন’ ওয়েব সিরিজে সৌরভ দাসের বিপরীতে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নজর কেড়েছিলেন নয়না এরপর মুম্বয়েই বেশি থাকতেন অভিনেত্রী। বলিউডেও নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন অনায়াসে। তবে জায়গা ছাড়তে বিন্দুমাত্র ভাবেননি নয়না। তাঁর কথায়, যে সম্পর্কের জন্য এত কিছু, সেই সম্পর্ক থেকেই পেয়েছেন আঘাত। এক সময় ভেঙে পড়লেও আবার নিজের কাজের মাধ্যমে ঘুরে দাঁড়াতে প্রস্তুত।
খুব শীঘ্রই আবার কাজ শুরু করবেন নয়না। বলা যেতে পারে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করবেন। তবে তার আগে প্রেমিকের অত্যাচারের বিচার চেয়ে সব কিছু সামনে আনবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
