আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালিদা গ্রামে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। একই পরিবারের দুই বৌকে নিয়ে উধাও হয়েছে এক যুবক! ঘটনাটি শুনে গ্রামবাসীর মুখে একটাই প্রশ্ন— “দুই ফুল এক মালি?”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালিদা গ্রামের বাসিন্দা ইয়াসিন শেখ এবং তার ভাই আনিসুর শেখের দুই স্ত্রী গুঞ্জন মল্লিক ও নাজমা মন্ডলকে নিয়ে আরিফ মোল্লা নামের এক যুবক পালিয়েছে। অবাক করা বিষয়, এই প্রথম নয়— অভিযোগ, এর আগেও একই ঘটনা ঘটিয়েছিল আরিফ। তখন দুই ভাই অনুরোধ করে তাদের স্ত্রীদের ফিরিয়ে এনেছিলেন, সন্তানদের কথা ভেবে বিষয়টি চাপা দিয়েছিলেন। কিন্তু এবার যা ঘটেছে, তা যেন গ্রামের মানুষদের স্তম্ভিত করে দিয়েছে।
আনিসুর শেখের অভিযোগ, গতকাল সন্ধ্যায় দুই বৌ শ্বশুর-শাশুড়ি এবং নিজেদের কন্যাদের চায়ের মধ্যে কিছু বিষাক্ত পদার্থ মিশিয়ে খাইয়ে দেয়। সবাই অচৈতন্য হয়ে পড়লে, সেই সুযোগে দুই মহিলা আরিফ মোল্লার সঙ্গে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আনিসুর বাড়ি ফিরে দেখতে পান, বাবা-মা ও তিন মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি করে সবাইকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও সপ্তাহান্তে ফের হাওয়া বদলের ইঙ্গিত, এই জেলাগুলিতে হতে পারে তুমুল ঝড়বৃষ্টি
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের একাংশের দাবি, আরিফ মোল্লা দীর্ঘদিন ধরেই ওই দুই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিল এবং সে নিজেও বিবাহিত। তবে কেউ ভাবতেও পারেনি বিষয়টি এমন পর্যায়ে গড়াবে। বাগদা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। দুই নারী ও অভিযুক্ত যুবককে খুঁজে বের করতে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কের জটিলতা ও পারিবারিক অশান্তিই হয়তো এই নাটকীয় ঘটনার মূল কারণ।
এদিকে, দুই ভাই ইয়াসিন ও আনিসুর এখন কার্যত দিশেহারা। তাদের কথায়, “ঘরের বৌ-ঝি এভাবে প্রতারণা করবে ভাবতেই পারিনি। সমাজে মুখ দেখাব কীভাবে!” মালিদা গ্রাম আজও সরগরম— কেউ বলছেন ভালোবাসার নাটক, কেউ বলছেন প্রতারণা ও প্রতিহিংসার গল্প। কিন্তু সত্যিই কি “দুই ফুল এক মালি”? তার উত্তর হয়তো দেবে পুলিশের তদন্তই।
