অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তাঁর স্বামী, রাজনীতিবিদ রাঘব চাড্ডা সম্প্রতি তাঁদের পুত্রসন্তানের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত। গত ১৯শে অক্টোবর তাঁদের সন্তানের জন্ম হয়। নতুন মা-বাবা হিসেবে এই তারকা দম্পতি জীবনের এই নতুন অধ্যায়টি আনন্দের সঙ্গে উপভোগ করছেন, কিন্তু পরিণীতি এই মুহূর্তে 'পুরোদস্তুর মা' হয়ে ওঠার অনুভূতিটি মজার ছলে প্রকাশ করেছেন।
2
6
পরিণীতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি হাস্যরসাত্মক পোস্ট শেয়ার করেছেন। তিনি আমির খানের জনপ্রিয় ছবি 'আন্দাজ আপনা আপনা'-এর একটি মজাদার ক্লিপ ব্যবহার করেছেন। ক্লিপটিতে দেখা যাচ্ছে, প্রথমে আমিরের চরিত্রটি হাসছে, এরপর হঠাৎই তার অভিব্যক্তি পরিবর্তিত হয়ে কান্নায় পরিণত হচ্ছে। ভিডিওটির শেষে ডাব করা কণ্ঠে শোনা যাচ্ছে, "খতম, শেষ, টাটা বাই বাই।”
3
6
এই মজার ভিডিওটির ক্যাপশনে পরিণীতি লিখেছেন, "আমি, এখন বুঝতে পারছি যে আমি আর কেবল অন্তঃসত্ত্বা নই, বরং আনুষ্ঠানিকভাবে পুরোদস্তুর মা হয়ে গিয়েছি," এর সঙ্গে তিনি দুটি হাসির ইমোজিও যোগ করেছেন। এই পোস্টের মাধ্যমে নতুন মাতৃত্বের মিশ্র অনুভূতিকে তিনি নিখুঁতভাবে তুলে ধরেছেন।
4
6
এর আগে, পরিণীতি এবং রাঘব তাঁদের সদ্যোজাত সন্তানের জন্য অনুরাগীদের কাছ থেকে পাওয়া ভালবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে একটি আন্তরিক বার্তা লিখেছিলেন। তাঁরা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, "আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ! আমি হয়তো প্রত্যেকের ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারছি না—তবে দয়া করে জেনে রাখুন যে আমরা প্রতিটি উল্লেখ এবং বার্তা পড়েছি এবং মন দিয়েছি! সবাইকে অনেক ভালবাসা, পরি ও রাঘব।"
5
6
গত ১৯শে অক্টোবর একটি যৌথ বিবৃতির মাধ্যমে তাঁরা তাঁদের পুত্রসন্তানের জন্মের খবরটি নিশ্চিত করেছিলেন। সেই বার্তায় লেখা ছিল, "অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। এখন আমাদের হৃদয় আরও পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরের ছিলাম, আর এখন আমাদের দু'জনের সবকিছুই আছে।"
6
6
প্রসঙ্গত, ২০২৩ সালে জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। উদয়পুরের লি লা প্যালেস-এ এক ঘনিষ্ঠ আয়োজনে চার হাত এক করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চাড্ডা।