সংবাদ সংস্থা মুম্বই: জোরকদমে চলছে সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং। ছবিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর দুই উচ্চপদস্থ সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে। আলিয়া ভাটের চরিত্রটি এক ক্যাবারে ড্যান্সারের। গত ৭ নভেম্বর থেকে মুম্বইতে ছবির প্রথম দফার শুটে যোগ দিয়েছিলেন রণবীর। ১৫ নভেম্বরে তাঁর সঙ্গে যোগ দেন ভিকি। এবারে এই জুটির সঙ্গে শুটিংয়ে যোগ দিয়েছেন আলিয়া ভাট-ও। ১৮ বছর পর বনশালির সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর। তাঁর নির্দেশে করছেন শুটিং। এতগুলো বছর পর কেমন সেই অভিজ্ঞতা? মানুষ হিসাবেই বা কতটা বদলেছেন বনশালি? টুকরো টাকরা অভিজ্ঞতা গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) অনুষ্ঠানের মঞ্চ থেকে ভাগ করে নিলেন রণবীর।
সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন রণবীর কাপুর। সেই কথা টেনে বংশলাই সম্পর্কে রণবীরের মন্তব্য, “এই ছবি নিয়ে আমিও কম উত্তেজিত নই। আমি আজ ছবির বিষয়ে যতটুকু বুঝি, অভিনয় সম্পর্কে যতটুকু জানি তার সবটুকুই ওঁর থেকেই শেখা। এত বছর পরেও দেখলাম উনি এতটুকুও বদলাননি। সেই একই রকমের পরিশ্রম করেন একটি ছবির পিছনে। সারাক্ষণ শুধু ছবির মধ্যেই ডুবে রয়েছেন। সিনেমা-ই ওঁর ধ্যান-জ্ঞান। কীভাবে পর্দায় নতুন কিছু তৈরি করা যায়, ছবিটাকে সর্বাঙ্গসুন্দর করে তোলা যায়, সারাক্ষণ সেই ভাবনার মধ্যেই ডুবে থাকেন তিনি।”
এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই রণবীর জানান, নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎসের ব্যাপারে ওয়াকিবহাল করতে হবে নয়া এবং আগামী প্রজন্মকে। এরপই তাঁর ঘোষণা, ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সারা ভারতে ‘রাজ কপূর চলচ্চিত্র উৎসব’ আয়োজন করতে চলেছেন তাঁরা। রাজ কপূরের ১০টি ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। বনশালির সঙ্গে জুটি বেঁধে রাজ্ কাপুরের বায়োপিক তৈরির ইচ্ছে যে তাঁর ভীষণভাবে রয়েছে, সেকথাও জানালেন রণবীর।
