সম্প্রতি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী থাকলেন রানি মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো ‘সেরা অভিনেত্রী’ হিসাবে জাতীয় পুরস্কার পান তিনি। সেদিন সবার নজর কেড়েছিল তাঁর গলায় থাকা একটি বিশেষ নেকলেস, যেখানে তাঁর মেয়ে আদিরার নাম খোদাই করা ছিল। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, কেন তিনি মেয়েকে অনুষ্ঠানে নিয়ে যেতে পারেননি। 

রানি জানান, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে হলে বয়স ১৪ বছরের উপরে হতে হয়। তাই আদিরা যেতে পারেনি। তিনি আরও বলেন, মায়ের সঙ্গে তাঁর বিশেষ দিনে না থাকতে পেরে কেঁদে ফেলেছিল মেয়ে। কারণ সেও এই বিশেষ মুহূর্তের অংশ হতে চেয়েছিল।

তিনি বলেন, “আমাদের বলা হয়েছিল যে ১৪ বছরের নিচে বাচ্চাদের প্রবেশ করার অনুমতি নেই। আমাকে ওকে বলতে হয়েছিল যে, ও আমার সঙ্গে থাকতে পারবে না। তখন আদিরা বলল, ‘এটা খুবই অন্যায়, কারণ আমি তোমার জন্য সবচেয়ে খুশি, আর আমি তোমার জন্য তোমার বিশেষ দিনে একটা ছবি এঁকেছি।’ তখন আমি ওকে বলেছিলাম, ‘চিন্তা কোরো না, আমি তোমাকে আমার বিশেষ দিনে সঙ্গে রাখব।’”

রানি আরও জানান, যখন তিনি সামাজিক মাধ্যমে ভক্তদের পোস্ট করা ভিডিও এবং ছবিতে নিজের সেই বিশেষ নেকলেস পরা লুক আদিরাকে দেখিয়েছিলেন, তখন সে শান্ত হয়। আদিরাকে তিনি নিজের ‘লাকি চার্ম’বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি ওকে আমার সঙ্গে চাইছিলাম, আর এভাবেই আমি ওকে কাছে রাখলাম। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা ইনস্টাগ্রামে রিল বানিয়েছেন আর লিখেছেন যে ‘রানি মেয়েকে সঙ্গে নিয়েছিলেন।’ আমি এগুলো আদিরাকে দেখিয়েছি, আর এতে ও শান্ত হয়েছে।”

যে ছবির জন্য তিনি এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন, সেই ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ পরিচালনা করেছেন অসীমা চিব্বর। এই সিনেমাটি সাগরিকা চক্রবর্তী নামের এক ভারতীয় মায়ের বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যাঁর সন্তানদের ২০১১ সালে নরওয়ের শিশু কল্যাণ বিভাগ নিয়ে যায়। এরপর শুরু হয় দুই দেশের মধ্যে দীর্ঘ এবং আবেগঘন আইনি লড়াই।

তবে জাতীয় পুরস্কার পেয়ে থেমে নেই রানি। নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। আসছে ‘মর্দানি ৩’। ‘মর্দানি’-র তৃতীয় কিস্তি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দুই কিস্তিতে তাঁর শক্তিশালী অভিনয়ের পর, রানিকে আরও একবার সাহসী পুলিশের ভূমিকায় দেখা যাবে, যে নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধ মোকাবিলায় নিবেদিত। ‘মর্দানি ৩’-এর অফিসিয়াল মুক্তির তারিখ এবং প্রথম লুকও প্রকাশ করা হয়েছে।
ইয়াশ রাজ ফিল্মস নিশ্চিত করেছে যে ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি। প্রথম পোস্টারে কী দেখা যাচ্ছে? কালো শার্ট আর ডেনিমে শিবাণী শিবাজি রাওয়ের চেনা ছন্দে রানি। হাতে পিস্তল, চোখে আগুন। দুষ্টের দমন, শিষ্টের পালনের বার্তা নিয়ে আরও একবার দর্শকদের কাছে পৌঁছে যাবে ছবিটি।