নিজস্ব সংবাদদাতা: মুষলধারে বৃষ্টি পড়ছে। রাতের অন্ধকার চিরে টুকরো টাকরা ছড়িয়ে পড়ছে সামান্য এল। তার মধ্যেই মুখ ঢেকে দ্রুত পায়ে এগিয়ে চলেছে এক খুনি। কিছুক্ষণ আগেই সে খুন করেছে এক তরুণীকে। আর আবহে ভেসে আসছে কৌশিক সেনের কণ্ঠে সুকুমার রায়ের আবোল তাবোল -এর অন্যতম জনপ্রিয় কবিতা 'আহ্লাদী'র আবৃত্তি! 

 

 


ঋতুপর্ণা সেনগুপ্ত ,রাহুল বোস এবং কৌশিক সেন অভিনীত নতুন ছবি  ‘ম্যাডাম সেনগুপ্ত-আবোল তাবোল হত্যা রহস্য’-র প্রথম ঝলক সম্প্রতি প্রকাশ্যে এল, যা ইতিমধ্যেই দর্শকের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। টানটান এই ঝলকে রহস্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এক মায়ের লড়াই এবং সুকুমার রায়ের কবিতার বিখ্যাত সব চরিত্র। গত বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল নাগাদ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে শুটিং শুরু হয়েছিল এই ছবির।

 


পরিচালক সায়ন্তন ঘোষালের এই মার্ডার মিস্ট্রিতে দেখা যাবে, একজন বিখ্যাত কার্টুনিস্ট কীভাবে একটি বিপজ্জনক খেলায় জড়িয়ে পড়েন। আরও ভাল করে বললে, নিজের মেয়ের খুনের তদন্ত নিজের হাতে তুলে নেন সেই জনপ্রিয় কার্টুনিস্ট। ছবিতে এই কার্টুনিস্টের ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা। তদন্তের সমাধানে তাঁকে সঙ্গ দেবেন রাহুল বোস। ছবিতে ঋতু আর রাহুল পরস্পরের বন্ধু। রহস্য উদ্‌ঘাটনের পথে একসঙ্গে হাঁটবেন তাঁরা। রহস্যময় দৃশ্যাবলী, তীব্র সংলাপ এবং উত্তেজনাপূর্ণ আবহসংগীত দর্শকদের মন কেড়েছে। সব মিলিয়ে স্পষ্ট, এই ছবি ‘সাধারণ থ্রিলার’ নয়।

 

 

ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও রয়েছেন রাহুল বোস, কৌশিক সেন, অনন্যা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় এবং পরান বন্দ্যোপাধ্যায়। এই শক্তিশালী কাস্টিং সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।


আগামী ৪ জুলাই বড়পর্দায় ‘ম্যাডাম সেনগুপ্ত-আবোল তাবোল হত্যা রহস্য’ ফাঁস করতে বড়পর্দায় হাজির হবেন তাঁরা।