নিজস্ব সংবাদদাতা: ভরা বসন্তে টলিপাড়ায় দারুণ সুখবর! মা হলেন জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল-ফ্যাশন ডিজাইনার রোজা পারমিতা দে। স্বামী ইন্দ্রনীল রায় ও তাঁর পরিবারে যে একজন নতুন সদস্যের আগমন হয়েছে, সেকথা নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন অনীক দত্তের ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির এই অভিনেত্রী। ২০২০ সালে ছোটবেলার বন্ধু ইন্দ্রনীল রায়ের সঙ্গে বিয়ে করেন রোজা। দাম্পত্যের চার বছর পর রোজা ও ইন্দ্রনীলের জীবনে এল নতুন সদস্য। অভিনেত্রী জানিয়েছেন, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
 
 সমাজমাধ্যমে অভিনেত্রীর পোস্ট করা সাদা-কালো সেই ছবিতে দেখা যাচ্ছে স্বামী ইন্দ্রনীলের গলা জড়িয়ে দাঁড়িয়ে রোজা, যদি হাগিং পোশাকে স্পষ্ট স্ফীতদোর। এবং অভিনেত্রীকেও দু'হাতে পরম আদরে জড়িয়ে ধরে রেখেছেন তাঁর স্বামী। ছবির সঙ্গে পোস্টে রোজা জানিয়েছেন যে শিশু ও তাঁর মা দু'জনেই সুস্থ আছে, ভাল আছে। পাশাপাশি শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে আন্তরিক কৃতজ্ঞতা জানতেও ভোলেননি তিনি। 
গত বছর অর্থাৎ ২০২৩-এর শেষেই জানা গিয়েছিল অন্তঃসত্ত্বা রোজা। সোশ্যাল মিডিয়ায় সাধের অনুষ্ঠানের ছবি পোস্ট করে তিনি প্রথমবার জানিয়েছিলেন যে মা হতে চলেছেন তিনি। রোজার এই ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিল নেটপাড়া। সাধের অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ঘিয়ে ও লাল পাড়ের শাড়ি, সঙ্গে সোনার গয়না, হালকা মেকআপ, সিঁথিতে সিঁদুর ও লাল টিপ। হাতে আলতা পরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সামনে সাজানো প্রচুর খাবার। একেবারে ঘরোয়াভাবেই সাধের অনুষ্ঠান সারেন রোজা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ইন্দ্রনীল রায়।
 
 পেশায় মডেল হলেও কয়েক বছরে রোজা পারমিতা টলিপাড়ার চেনা মুখ হয়ে গিয়েছেন। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। রোজা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসাবেই পরে রিচালক রাজ চক্রবর্তীর 'কাটমুণ্ডু' ছবিতে ডেবিউ করেন তিনি। এরপর অনীক দত্তের 'ভবিষ্যতের ভূত', কমলেশ্বর মুখোপাধ্যায়ের  'ককপিট' অনিকেত চট্টোপাধ্যায় এর 'হইচই আনলিমিটেড'- এর মত একাধিক ছবিতে কাজ করেছেন রোজা। হইচই সিরিজে 'পর্ণশবরীর শাপ'-এ তাঁর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।
