১৪ আগস্ট। অবশেষে মুক্তি পেল ‘ধূমকেতু’। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ইতিমধ্যেই সাফল্য রচনা করেছে বক্স অফিসে। ভোররাত থেকে প্রেক্ষাগৃহে মানুষের ঢল। প্রিয় জুটির প্রত্যাবর্তনের উদযাপন।
বৃহস্পতি-সকালে একটি পোস্ট করেন রাজ চক্রবর্তী। স্ত্রী শুভশ্রী এবং ছবির গোটা টিমকে শুভেচ্ছে জানিয়ে লেখেন, ‘এত বছরের প্রতীক্ষা শেষ। 'ধূমকেতু' উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মতa। দেব-শুভশ্রী,কৌশিক গাঙ্গুলী -সহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় ধূমকেতু মিস করবেন না যেন!’
দেবের সঙ্গে শুভশ্রীর সমীকরণ কারও অজানা নয়। অতীতকে পিছনে ফেলে ছবির স্বার্থে জুটি বেঁধে প্রচার করেছেন নায়ক-নায়িকা। যাবতীয় চর্চা-বিতর্ক উড়িয়ে স্ত্রীর পাশে থেকেছেন রাজ। প্রায় এক দশকের অপেক্ষার পর যখন সেই ছবি মুক্তি পেল, নায়িকার মতোই উচ্ছ্বসিত তাঁর স্বামী।
‘ধূমকেতু’র মুক্তির দীর্ঘ অপেক্ষায় দেবের পাশে ছিলেন প্রেমিকা রুক্মিণী মৈত্র। একাধিক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন নায়িকা। অথচ ছবিমুক্তির দিন তাঁর নীরবতা যেন বড়ই তীব্র। নেটমাধ্যমে একেবারে চুপ তিনি। দেব বা ধূমকেতু নিয়ে খরচ করেননি একটিও শব্দ। দেব যদিও ছবির প্রচারে নৈহাটির বড়মার কাছে গিয়ে পরিবারের সঙ্গেই পুজো দিয়েছেন প্রেমিকার নামেও। তবু যেন নায়কের জীবনের এত গুরুত্বপূর্ণ একটি দিনে নৈঃশব্দকেই আঁকড়ালেন তাঁর মনের মানুষটি।
সম্প্রতি দাদুকে হারিয়েছেন রুক্মিণী। কাছের মানুষের প্রয়াণে মানসিক ভাবে বিধ্বস্ত তিনি এবং তাঁর পরিবার। আপাতত সেই শোক সামলে ওঠার চেষ্টা।
 
 রুক্মিণীর জীবনের অনেকটা জুড়ে ছিলেন তাঁর দাদু। সাফল্যের আনন্দ হোক না বিশেষ দিনের উদযাপন, অভিনেত্রীর সব কিছুতেই শামিল ছিলেন তিনি। দাদুকে হারিয়ে ফেলার যন্ত্রণাও তাই প্রবল। আজকাল ডট ইনের তরফে রুক্মিণীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সদ্য দাদুকে হারিয়েছি। আমি এবং আমার পরিবার এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি।" কাজ নিয়ে ব্যস্ত রূক্মিণীর জীবন আবর্তিত পরিবারকে ঘিরে। তাই কাছের মানুষকে হারিয়ে শোকবিহ্বল দেবের বিশেষ বন্ধু।
অদূর অতীতে, দেবের সঙ্গে রুক্মিণীর সম্পর্ক নিয়েও কিছু কম জলঘোলা হয়নি। শোনা গিয়েছিল, তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। তাল কাটছে প্রেমের। তবে যাবতীয় গুঞ্জন উড়িয়ে প্রেমিকের সঙ্গে জন্মদিন পালন করেন তিনি। তাঁকে পাশে রেখেই মেতে ওঠেন আনন্দে। শুধু তাই নয়, দেবের আসন্ন ছবি 'ধূমকেতু'র মুক্তি নিয়েও রুক্মিণীর উচ্ছ্বাস দেখার মতো। কয়েক দিন আগেই ছবির গানে গানে গানটিতে প্রেমিকের সঙ্গে একটি রিল করেন তিনি। একাধিক সাক্ষাৎকারে রুক্মিণীও জানান যে, 'ধূমকেতু' নিয়ে দেবের সংগ্রামের সাক্ষী তিনি।
‘ধূমকেতু’ প্রথম দিনেই ম্যাজিক দেখিয়েছে। ছবির একাধিক শো হাউজফুল। দর্শকের ভালবাসায় আপ্লুত দেবও। ধন্যবাদ জানাতে ভোলেননি নায়ক। একটি পোস্ট দিয়ে লিখেছেন, ‘এ তো সবে শুরু! পিকচার আভি বাকি হ্যায়।’
