গালে টোল পড়া চেনা হাসি গায়েব। চোখ-মুখে ক্লান্তি। ভাল নেই রুক্মিণী মৈত্র। তুমুল ব্যস্ততার মাঝেই যেন থমকে যাওয়া! কয়েক মাস আগেও পায়ের চোটের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। ফের অসুস্থ নায়িকা।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নিজস্বী পোস্ট করেছেন রুক্মিণী। জানিয়েছেন তিনি ‘ভাইরাল’ জ্বরে আক্রান্ত। একটি হালকা গোলাপি টি শার্টে লেন্সবন্দি করেছেন নিজেকে। হাতের মধ্যমায় জ্বলজ্বল করছে হিরের আংটি। মুখে নেই মেকআপের চিহ্ন। একঢাল চুল আলুথালু। পর্দার বিনোদিনী লেখেন,  ‘যখন সেই কুখ্যাত ভাইরাল জ্বর শেষমেশ চেপে ধরে। ১০২.. নট আউট।’

রুক্মিণীর রুটিনে কোনও ফাঁক নেই বললেই চলে। নেই অবসরের অবকাশ। গুঞ্জন, আপাতত মুম্বই তাঁর স্থায়ী ঠিকানা। অভিনয়ের জন্য নানা ওয়ার্কশপ করছেন। পাশাপাশি চলছে মডেলিংয়ের কাজ। দিন কয়েক আগেই নামী এক গয়নার ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়ে কলকাতায় পা রেখেছিলেন অভিনেত্রী। তার পরেই ফের মায়ানগরীর পথে রওনা।

‘ধূমকেতু’ মুক্তির সময় থেকেই নতুন করে আলোচনায় উঠে আসেন রুক্মিণী। ছবির অংশ তিনি নন। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের রসায়নের চর্চার মাঝেই নায়কের বিশেষ বন্ধুর মন নিয়ে শুরু হয় কাটাছেঁড়া। অনেকেই মনে করছিলেন, শুধুমাত্র ছবির স্বার্থে হলেও প্রেমিকের সঙ্গে তাঁর প্রাক্তনের এই নবনির্মিত বন্ধুত্ব ভাল ভাবে নেননি তিনি। সেই গুঞ্জনে জল ঢেলে তিনি বলেন, “২০২৫ সালে দাঁড়িয়ে যদি এই বিষয় নিয়ে আলোচনা হয় তাহলে আর কিছুই বলার নেই। সবাই এখানে কাজ করছেন, সহ অভিনেতার সঙ্গে কাজ সহজ করাই প্রত্যেকের কাজ, আমি জানি ওরা প্রত্যেকেই খুব প্রফেশনাল। তাও এই সময় দাঁড়িয়ে এই ধরনের কথা হচ্ছে মানে আসলে আমরা পিছিয়ে গেছি।” শুধু মুখে বলা নয়, কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে বরাবর ভারসাম্য রেখেছেন দেব। এবার রুক্মিণীও সেই কথাই বললেন।

সম্প্রতি দাদুকে হারিয়েছেন রুক্মিণী। কাছের মানুষের প্রয়াণে মানসিক ভাবে বিধ্বস্ত তিনি এবং তাঁর পরিবার। আপাতত সেই শোক সামলে ওঠার চেষ্টা।
রুক্মিণীর জীবনের অনেকটা জুড়ে ছিলেন তাঁর দাদু। সাফল্যের আনন্দ হোক না বিশেষ দিনের উদযাপন, অভিনেত্রীর সব কিছুতেই শামিল ছিলেন তিনি। দাদুকে হারিয়ে ফেলার যন্ত্রণাও তাই প্রবল। আজকাল ডট ইনের তরফে রুক্মিণীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, "সদ্য দাদুকে হারিয়েছি। আমি এবং আমার পরিবার এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি।"

চলতি বছরে রুক্মিণীর ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ বড় পর্দায় মুক্তি পায়। বক্স অফিসে মোটামুটি ব্যবসা করে ছবিটি। বাংলা ছবির পাশাপাশি মুম্বইয়েও নিজের জায়গা তৈরির চেষ্টায় অভিনেত্রী। ইতিমধ্যেই বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ‘সনক’-এ অভিনয় করেছেন। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘হাঁটি হাঁটি পা পা’। আাপাতত জ্বর কাটিয়ে ফের কাজ শুরুর দিন গুনছেন অভিনেত্রী।