বলিউডের ‘হট কাপল’ সইফ আলি খান ও করিনা কাপুর উদ্‌যাপন করলেন তাঁদের ১৩তম বিবাহবার্ষিকী। এদিন, বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক আবেগময় পোস্টেসইফ ও করিনাকে শুভেচ্ছা জানালেন 'নবাব' -এর বোন সাবা আলি খান। সঙ্গে সমাজমাধ্যমে শেয়ার করলেন পতৌদি পরিবারের একগুচ্ছ বিরল ছবি, যেখানে এক ফ্রেমে সইফ, করিনা, সাবা, সোহা আলি খান ও ছোট্ট জেহ।

 

সবচেয়ে নজর কেড়েছে সাবার শেয়ার করা এক অদেখা ছবি, যেখানে ধরা পড়েছে সইফ-করিনার ডেটিং-দিনের এক মুহূর্ত। সেই পুরনো প্রেমের ছবির পাশে জুড়েছেন তাঁদের সাম্প্রতিক একটি ছবি-যেন সময় থমকে আছে এক জায়গায়!

 

 

সাবা লেখেন, “বিবাহবার্ষিকী স্পেশ্যাল! ভাইয়া আর ভাবিজানকে জানাই ভালবাসা... যখন তোমরা ডেট করতে, সেই সময়ে এই ছবিগুলো আমি তুলে রেখেছিলাম। আজও মনে হয়, সময় যেন থমকে আছে সেখানেই। তোমাদের সম্পর্কের সেই রসায়ন, সেই ঝলক এখনও অটুট...ভাই মাঝে মাঝে তোমাকে পাগল করে দেয়, জ্বালিয়ে মারে…কিন্তু তোমার যে কত ধৈর্য, বিশেষ করে একেক সময় যেভাবে সামলাও...। তোমরা দু'জন একসঙ্গে একেবারে 'নিখুঁত।”

 

আরও পড়ুন: বারাণসীতে শুরু ‘মির্জাপুর’ ছবির শুটিং, ভাইরাল ‘কালিন ভাইয়া’র ভিডিও! কী করতে দেখা গেল পঙ্কজ ত্রিপাঠিকে?

 

আরও লিখেছেন সাবা,“বেবো তুমি আমাকে ক্যামেরার সামনে পোজ দেওয়া থেকে শুরু করে কত কী যে শিখিয়েছ। ভাল লাগে জীবনের প্রতি তোমার সোজাসাপটা মানসিকতা, যা মনে তাই মুখে এই ব্যাপারটা। এই পরিবারে তোমাকে আজকের দিনে আরও একবার স্বাগত জানাই। তুমি সত্যিই আমাদের পরিবারের অঙ্গ হয়ে গিয়েছ। আর ভাই, তুমি সবসময় আমার হৃদয়েই আছো, থাকবে। তোমাদের বিবাহবার্ষিকীর দিনে আর এটুকুই বলি, তোমরা সবসময় আমার ভালবাসা ও প্রার্থনায় থাকবে।তোমাদের দুজনকে জানাই অফুরান ভালবাসা ও শুভেচ্ছা।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Saba Pataudi (@sabapataudi)