রণবীর কাপুর বর্তমানে পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে তিনি রামের ভূমিকায় অভিনয় করছেন। তবে দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ার একাংশ রণবীরের এই কাস্টিং নিয়ে প্রশ্ন তুলছে। কারণ হিসাবে তাঁরা অভিনেতার অতীত বিতর্কগুলিকে তুলে ধরছেন। তাঁদের দাবি, রণবীর নাকি এমন ধরনের চরিত্রের জন্য উপযুক্ত নন। তবে এই বিতর্কের মাঝেই অভিনেতার পাশে দাঁড়ালেন আধ্যাত্মিক গুরু সদগুরু।

সম্প্রতি ছবির প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে এক আলোচনায় সদগুরু বলেন, রণবীরের বিরুদ্ধে এই প্রতিক্রিয়া ‘অন্যায্য’। নমিত খানিক আফসোসের সুরে বলেন, “মানুষ অতীতের কিছু বিষয় টেনে এনে বলছে, রণবীর কাপুর কীভাবে রামের চরিত্রে অভিনয় করবেন?” এর জবাবে সদগুরু বলেন, “একজন অভিনেতাকে তাঁর অতীত বা কাজ দিয়ে বিচার করা অন্যায়। তিনি তো বাস্তবে রাম হয়ে যাচ্ছেন না। আগামীকাল তিনি রাবণও হতে পারেন অন্য কোনও ছবিতে!”

রাবণের ভূমিকায় অভিনেতা যশের কাস্টিং নিয়েও মন্তব্য করেন সদগুরু। তিনি বলেন, “যশ একজন অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তি।” এই বিষয়ে নমিতও সহমত প্রকাশ করে বলেন, “যশ দেশের অন্যতম জনপ্রিয় সুপারস্টার এবং অসাধারণ প্রতিভাবান। আমরা রাবণের সমস্ত দিক—তাঁর ভক্তি, গভীরতা ও বুদ্ধিমত্তা—দেখাতে চাই, যা কেবল যশই ফুটিয়ে তুলতে পারবেন।”

গত সেপ্টেম্বর মাসে জানা গিয়েছিল, ‘রামায়ণ’-এর প্রস্তুতির জন্য রণবীর নিজের জীবনযাপনে বড় পরিবর্তন এনেছেন। চরিত্রের আধ্যাত্মিক শৃঙ্খলা রক্ষা করতে তিনি কঠোর সাত্ত্বিক আহার, নিয়মিত ব্যায়াম এবং ধ্যানের অভ্যাস গড়ে তুলেছেন। শুধু তাই নয়, তিনি নাকি মদ্যপান পুরোপুরি ছেড়ে দিয়ে নিরামিষভোজী হয়েছেন।

ঠিক একই ভাবে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা রবি দুবে জানিয়েছেন, এই চরিত্রে যথাযথ অভিনয় করতে তাঁকে নিজের জীবনধারা ও রুটিনে বড় ধরনের পরিবর্তন আনার প্রয়োজন হয়েছে। রবি বলেন, “চরিত্রটি আমাকে পুরোপুরি বদলে দিয়েছে। দর্শক খুব সহজেই বুঝতে পারেন যখন আপনি সত্যিকারের অনুভূতি দেখাচ্ছেন কি না। তাই রণবীর কাপুর-সহ আমরা সকলেই চরিত্রের প্রতি পূর্ণতা আনার জন্য নিজেদের দৈনন্দিন জীবনেও পরিবর্তন করেছি।”

সূত্রের খবর, ছবির প্রথম পর্বের সম্পাদনা ইতিমধ্যেই শেষ হয়েছে। চলতি মাসের মাসের শুরুতে এক প্রতিবেদনে জানানো হয়, নির্মাতারা এখন ভিএফএক্স-পর্বে মনোনিবেশ করছেন, যা চলবে প্রায় ৩০০ দিন ধরে।

সূত্র আরও জানায়, ‘রামায়ণ: পার্ট ওয়ান’এর শুটিং ২০২৫ সালের জুনেই শেষ হয়। পরিচালক নীতেশ তিওয়ারি এখন প্রথম পর্বের এডিট চূড়ান্ত করেছেন এবং এর সময়সীমা নির্ধারণ করেছেন। প্রথম দফার ভিএফএক্স সম্পন্ন হয়েছে, এখন শুরু হবে চূড়ান্ত পোস্ট-প্রোডাকশন পর্যায়।”

বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ: পার্ট ওয়ান’ মুক্তি পাবে ২০২৬-এর দীপাবলিতে। আর ‘পার্ট টু’ আসবে তার পরের বছরের দীপাবলিতে।