ফের একসঙ্গে বড়পর্দায় দেখা যেতে চলেছে সলমন খান ও গোবিন্দাকে। কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে সলমন-গোবিন্দার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই দুই তারকা সত্যিই একসঙ্গে ফিরছেন এক নতুন প্রজেক্টে।
সেই সূত্রের কথায়, “হ্যাঁ, সলমন খান ও গোবিন্দা একসঙ্গে কাজ করতে চলেছেন। তবে ছবির কাজ এখন একেবারে প্রাথমিক পর্যায়ে, নাম এখনও ঠিক হয়নি। গল্প বা চরিত্র নিয়ে মুখ খোলা হচ্ছে না, তবে এটা নিশ্চিত, ভক্তরা পেতে চলেছেন এই আইকনিক জুটির বড়সড় রিইউনিয়ন।”
২০০৭ সালে ডেভিড ধাওয়ানের ‘পার্টনার’-এ একসঙ্গে কাজ করেছিলেন দু’জন। বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল ছবিটি। সলমন–গোবিন্দার জুটি, পর্দায় তাঁদের রসায়ন ও কমেডি টাইমিং দর্শকদের মনে গেঁথে গিয়েছিল। সেই থেকেই এই জুটিকে আজও বলিউডের অন্যতম প্রিয় অনস্ক্রিন জুটি হিসেবে মনে রেখেছেন ভক্তরা।
সম্প্রতি, গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা বিগ বস ১৯-এর দীপাবলি পর্বে হাজির হয়েছিলেন। সেই পর্বেই সলমনের সঙ্গে তাঁদের কথোপকথনে উঠে আসে ‘গোবিন্দার রিইউনিয়ন’-এর প্রসঙ্গ। সেখান থেকেই গুঞ্জন ছড়ায়, সলমনের আসন্ন ওয়ার ড্রামা 'ব্যাটেল অফ গলওয়ান'-এ নাকি দেখা যাবে গোবিন্দাকে!
বলিউডের অন্দরে ফিসফাস শোনা গিয়েছিল, গোবিন্দা ইতিমধ্যেই নাকি 'ব্যাটেল অফ গলওয়ান'-এর শুটিং শুরু করে দিয়েছেন। অভিনেতার গোঁফওয়ালা নতুন এক লুক ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এও শোনা গিয়েছিল, ইতিমধ্যেই তিনি নাকি এ ছবির বেশ কয়েকটি দৃশ্যের কাজও শেষ করেছেন।
সম্প্রতি ‘টু মাচ’ শো-তে হাজির হয়ে গোবিন্দা নিজের ফিল্মি যাত্রা ও কামব্যাকের লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন। তাঁর কথায়, “অনেক সময় জীবন থমকে যায়। আপনি যতই ভাল প্ল্যান করুন, যতই ভাল গান বা সংলাপ লিখিয়ে নিন, সবকিছু তখনই সফল হয়, যখন এক ধরনের পরিবেশ তৈরি হয়।”
এই সবের মাঝেই বিগ বস-এর সাম্প্রতিক এক এপিসোডে সালমান খান নিজেই ইঙ্গিত দেন, গোবিন্দার সঙ্গে তাঁর নতুন ছবির সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা, এই আশায় যে আবারও পর্দায় যেন ফিরছে সেই পুরনো ‘পার্টনার’ ম্যাজিক!
অন্যদিকে, পরিচালক অপূর্ব লাখিয়া পরিচালিত 'ব্যাটেল অফ গলওয়ান'-এ দেখা যাবে ভারতীয় সেনার বীরত্বের কাহিনি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই ছবিতে দেখানো হবে কীভাবে ২০০ জন ভারতীয় জওয়ান ১২০০ জন চীনের সেনার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়েছিলেন। ছবিতে সলমন ছাড়াও রয়েছেন চিত্রাঙ্গদা, অভিলাষ চৌধুরী, অঙ্কুর ভাটিয়া।
