তেলেঙ্গানার জুবিলি হিলস বিধানসভা উপনির্বাচনের আগে অভিনেত্রী তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু ও রাকুল প্রীত সিং-এর ভুয়ো ভোটার আইডি কার্ড উদ্ধার। আর তা নিয়েই আপাতত হইহট্টগোল।

জুবিলি হিলস আসনের উপনির্বাচনের আগে অভিনেত্রী তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু এবং রাকুল প্রীত সিং-এর নামে ভুয়া ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ওই ভুয়ো কার্ডগুলিতে শুধু অভিনেত্রীদের ছবি ব্যবহারই নয়, বরং সবার ঠিকানাও একই দেওয়া হয়েছে।

ঘটনাটি ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় সম্ভাব্য অনিয়মের ইঙ্গিত দেয়। নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করছে বলে আশ্বস্ত করলেও, একই ঠিকানায় একাধিক ভোটার কার্ড পাওয়া যাওয়া ভোটার তালিকার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য আরও কঠোর যাচাই ও তদারকির প্রয়োজনীয়তাকে তুলে ধরে।

জুবিলি হিলস বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনটি হচ্ছে কারণ চলতি বছরের জুন মাসে তৎকালীন বিএআরএস বিধায়ক মগন্তি গোপীনাথ হার্ট অ্যাটাকে মারা যান, যার ফলে আসনটি খালি হয়ে পড়ে। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেছেন যে তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। তিনটি ভোটার কার্ডই একই ঠিকানায় নিবন্ধিত ছিল।


সামান্থাকে শেষ দেখা গিয়েছিল বরুণ ধাওয়ানের সঙ্গে 'সিটাডেল: হানি বানি' সিরিজে। দর্শকরা সিরিজটি বেশ পছন্দ করলেও সম্প্রতি জানা গিয়েছে যে সিরিজটির দ্বিতীয় সিজন আর তৈরি করা হবে না। প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন অভিনীত 'সিটাডেল'-এর ভারতীয় স্পিন-অফটির সিক্যুয়েল বাতিল করা হয়েছে।

বর্তমানে সামান্থা হায়দরাবাদে আছেন। তিনি এখন তাঁর পরবর্তী তেলুগু চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন। জানা গিয়েছে, তিনি পরিচালক নন্দিনী রেড্ডির সঙ্গে কাজ করছেন, এবং ছবিটির চিত্রনাট্য লিখেছেন রাজ এবং ডি কে। ছবিটির নাম 'মা ইন্তি বঙ্গারাম' এবং শুটিং এই মাসের শেষের দিকে শুরু হওয়ার কথা।


তামান্না তাঁর নতুন গান ‘গফুর’ দিয়ে দর্শকের মন জয় করেছেন। গানটি শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর বহুল প্রতীক্ষিত সিরিজ 'দ্য বাস্টার্ডস অফ বলিউড'এর অংশ। এটি নবাগত পরিচালক আরিয়ান খানের পরিচালিত প্রথম কাজ। গানটি তামান্নার মোহময়ী উপস্থিতি ও ফারাহ খানের কোরিওগ্রাফির জন্য বিশেষ প্রশংসা পাচ্ছে।


রাকুল প্রীত সিংকে শিগগিরই দেখা দেবেন ‘দে দে পেয়ার দে ২’-এ। অংশুল শর্মা পরিচালিত এই ছবিতে অজয় দেবগন, আর. মাধবন, গৌতমী কাপুর, জাভেদ জাফরি এবং মিজান জাফরি-সহ আরও অনেকে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পেতে চলেছে ১৪ নভেম্বর।