সদ্যই জাতীয় পুরস্কার পেলেন। অবলীলায় ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো পুরোদস্তুর অ্যাকশন ছবি করে ফেলেছেন ৬০ ছুঁইছুঁই নায়ক। এহেন শাহরুখ খানকেও বয়স নিয়ে কটাক্ষ। 

সম্প্রতি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তরে মজেছিলেন শাহরুখ। তখনই জনৈক নেটিজেন লিখে বসেন, ‘ভাই আপনার বয়স হয়েছে। এবার অবসর নিন। অন্য বাচ্চাগুলোকে একটু সুযোগ করে দিন।’ উপদেশের আালে এই বক্রোক্তিকে চিনতে ভুল করেননি নায়ক। হাজির-জবাব ‘বাদশা’ও উত্তর দেন চিরাচরিত ভঙ্গিতেই। লেখেন, ‘ভাই, তোর শিশুসুলভ প্রশ্নগুলো যে দিন শেষ হবে, সে দিন কোনও ভাল প্রশ্ন করিস। তত দিন তুই সাময়িক অবসর নে।’

দিন কয়েক আগেই শাহরুখের কাঁধে চোট পাওয়ার কথা প্রকাশ্যে আসে। এক অনুরাগী প্রশ্ন করেন, ‘স্যর, আপনার কাঁধ কেমন আছে?’ নায়কের স্বভাবসিদ্ধ কৌতুক-মিশ্রিত উত্তর, ‘বেশ ভাল ভাবেই খ্যাতির ওজন ওঠাতে পারছি। হাহা, আমার কাঁধ সেরে উঠছে বন্ধু, জানতে চাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’

আরেক অনুরাগীর প্রশ্ন, ‘আপনার এক হাতে তো চোট, টাইপ করছেন কী ভাবে?’ শাহরুখের মজার উত্তর, ‘এত বড় নাকটা কোন দিন কাজে লাগবে?’ এভাবেই অবসর সময়ে অনুরাগীদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন ‘বাদশা’। 

 ২০২৩-এ ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডানকি’— তিনটে সিনেমাতেই ভাঙলেন সমস্ত বক্স অফিস রেকর্ড। শুধু ভারতেই ৭ কোটির বেশি দর্শককে প্রেক্ষাগৃহে একা এনেছেন শাহরুখ। ভারতের বক্স অফিসে আয় ১৩০০ কোটির বেশি। বিশ্বব্যাপী ২৫০০ কোটির ক্লাব— যা বলিউডে একক নজির।

শাহরুখের পরবর্তী ছবি ‘কিং’। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রথম বার মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করবেন তিনি। সঙ্গে থাকবেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, অভয় ভার্মা এবং রাঘব জুয়ালের মতো তারকারা। ২০২৬-এ মুক্তির লক্ষ্যে তৈরি হচ্ছে অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবি।

বিলম্ব সত্ত্বেও, ‘কিং’কে ঘিরে গুঞ্জন ক্রমশ বেড়েই চলেছে। জানা গিয়েছে, ছবিতে শাহরুখ এমন একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।

পুত্র আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য বা***ডস অফ বলিউড’-এও দেখা যাবে শাহরুখকে। রবিবার প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক টিজার। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করলেন শাহরুখ-পুত্র।

সিরিজের কাস্টিং নিয়েও উত্তেজনা তুঙ্গে। থাকছেন—ববি দেওল, লক্ষ্ম্য, সাহের বাম্বা, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি আর গৌতমী কাপুর। এত বৈচিত্র্যময় অভিনেতার সমাবেশে দর্শকরা পাচ্ছেন এক বহুস্তরীয় গল্পের প্রতিশ্রুতি, যেখানে থাকবে ড্রামা, হিউমার আর আত্মসমালোচনার মিশেল।