শাহরুখ খানের ‘কিং’-এর সেট থেকে নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতা যেন একটি ডক বা জাহাজের কাছে দাঁড়িয়ে আছেন। তাঁর পরনে কালো স্যুট এবং চোখে ডার্ক সানগ্লাস।

সবচেয়ে চোখে পড়ার বিষয় হল, শাহরুখ বাঁ হাতে একটি বন্দুক ধরে। এবং সেটি কারও দিকে তাক করা। যা একটি উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্যের ইঙ্গিত দেয়। এই লিক হওয়া ছবি ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। অনেকেই বলছেন তাঁর এই লুক মনে করিয়ে দিচ্ছে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিকে। সকলেই মুখিয়ে আছেন সিনেমার রোমাঞ্চকর অ্যাকশন দেখার জন্য।

উল্লেখ্য যে, ছবির নির্মাতারা শাহরুখের নতুন লুক পুরোপুরি গোপন রাখছেন। আগে যখন তাঁর প্রথম ছবি সেট থেকে অনলাইনে ছড়িয়ে পড়েছিল, তখন টিম ভক্তদের অনুরোধ করেছিল ছবিগুলো শেয়ার বা পুনরায় পোস্ট না করতে এবং অফিসিয়াল প্রকাশের জন্য অপেক্ষা করতে। তাঁরা চেয়েছিলেন, ভক্তরা যেন পুরো রোমাঞ্চ এবং সারপ্রাইজ উপভোগ করতে পারেন এবং ছবির জাদু অটুট থাকে।

 

?ref_src=twsrc%5Etfw">September 28, 2025

 

প্রথমে ‘কিং’ পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। তাঁর প্রস্থানের পর পরিচালকের আসনে বসেন সিদ্ধার্থ আনন্দ। যিনি শাহরুখের ‘পাঠান’ ছবিটিও পরিচালনা করেছেন। ‘দ্য আর্চিজ’-এর পর এই ছবির হাত ধরেই ফের পর্দায় ফিরছেন সুহানা।

কয়েক দিন আগেই শাহরুখের আরও একটি লুক নেটমাধ্যমে ঘোরাফেরা করছিল। সল্ট-অ্যান্ড-পেপার হেয়ারস্টাইল, কালো সানগ্লাস আর ট্যাটুতে বাদশা যেন অচেনা! তার এই ‘কুল লুক’ ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। মনে করা হচ্ছে, ছবিতে এভাবেই তাঁকে দেখা যাবে।

অন্য এক ভিডিওয় দেখা যায়, শাহরুখ ওভারসাইজড এক কালো হুডি পরে ক্যামেরার ফ্ল্যাশ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। গাড়ি থেকে নামার সময় তাঁর ম্যানেজার পূজা দাদলানিকেও পাশে দেখা গিয়েছিল। 

জানা গিয়েছে, ছবিতে শাহরুখ এমন একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।

ছবিতে শাহরুখ-সুহানার সঙ্গে আছেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো নামকরা অভিনেতারা। এমন শক্তিশালী তারকাসমৃদ্ধ কাস্ট নিয়ে ‘কিং ’ দর্শকদের জন্য নিয়ে আসছে অ্যাকশন, আবেগ আর হাই-ভোল্টেজ ড্রামায় ভরা এক বিশেষ অভিজ্ঞতা।

‘পাঠান’, ‘জওয়ান’-এর পর ফের টানটান অ্যাকশন থ্রিলারে নজর কাড়বেন শাহরুখ। কয়েক দিন আগেই ‘জওয়ান’-এর জন্য পেলেন জাতীয় পুরস্কার। আপাতত ‘কিং’ নিয়ে প্রস্তুতি তুঙ্গে। দেশ-বিদেশ ঘুরে চলছে ছবির শুটিং। ২০২৬ সালে মুক্তি পাবে অ্যাকশন-থ্রিলারটি।