আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে হরিয়ানা ও পাঞ্জাবের ছয়জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। ধৃতদের মধ্যে রয়েছেন হরিয়ানার ইউটিউব ভ্লগার জ্যোতি মালহোত্রা, যিনি "Travel with Jo" নামে চ্যানেল চালাতেন।

২০২৩ সালে পাকিস্তান সফরের সময়, জ্যোতি ইসলামাবাদের হাইকমিশনের কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশ-এর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে দানিশ তাঁকে একাধিক পাক গোয়েন্দার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মে তথ্য আদান-প্রদান চলত বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। তিনি গোপন সামরিক তথ্য পাঠানোর পাশাপাশি পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারও করতেন।

তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৫২ ধারায় ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩-এর ৩, ৪ ও ৫ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্তের দায়িত্ব এখন হিসার অর্থনৈতিক অপরাধ শাখার হাতে।

এছাড়া ধৃত গুজালা নামের পাঞ্জাবের মালেরকোটলার বাসিন্দা এক বিধবা, যিনি ভিসার জন্য পাকিস্তান হাইকমিশনে যান এবং পরে দানিশের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। দানিশ তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে বিভিন্ন জায়গায় তা ট্রান্সফার করান। একই সঙ্গে গুজালার বান্ধবী বানু নাসরিনাও গোয়েন্দা নজরে আসে।

অন্য অভিযুক্তরা হলেন ইয়ামিন মহম্মদ, দেবিন্দর সিং ধিলোঁ ও আরমান—যাঁরা অর্থ লেনদেন, ভিডিও পাঠানো ও সিম কার্ড সরবরাহে জড়িত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, "এই গোটা ঘটনা একটি বৃহত্তর গুপ্তচরবৃত্তির চক্রান্তের অংশ, যেখানে সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষদের আবেগ, অর্থ ও বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে ফাঁদে ফেলা হয়েছে। তদন্ত চলছে।"