আজকাল ওয়েবডেস্ক: চলতি ফুটবল সামারেই টটেনহ্যাম হটস্পার ছেড়ে দিচ্ছেন অধিনায়ক সন হিউং-মিন। আনুষ্ঠানিকভাবে এই কথা জানিয়ে দিলেন তিনি। ইংলিশ ক্লাবের হয়ে ২০১৫ সাল থেকে খেলা কোরিয়ান তারকা গত মরশুমে স্পার্সের হয়ে ইউরোপা লিগ জেতেন, যা ছিল তাঁর অন্যতম সেরা সাফল্য। গত ১০ বছর ধরে টটেনহ্যামের খারাপ সময়, ভাল সময়ে পাশে দেখা গিয়েছে তাঁকে। সমর্থকরা জানাচ্ছেন, টটেনহ্যাম লেজেন্ড হয়েই ক্লাব ছাড়ছেন সন হিউং মিন। প্রি-সিজনে কোরিয়ায় নিউক্যাসলের বিরুদ্ধে একটি ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে সন বলেন, ‘টটেনহ্যাম হটস্পার ছাড়ার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে এই সিদ্ধান্তে সাহায্য করছে। এটা আমার কেরিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল’।

৩৩ বছর বয়সি সন আরও বলেন, ‘আমি মনে করি, টটেনহ্যামের হয়ে আমি যা কিছু অর্জন করার ছিল, তা করে ফেলেছি। এখন আমার নতুন পরিবেশে, নতুন চ্যালেঞ্জ দরকার’। সন আরও জানান, ‘আমি যখন নর্থ লন্ডনে এসেছিলাম, তখন আমি এমন একজন ছিলাম যে এক লাইন ইংরেজি বলতে পারত না। আজ সম্পূর্ণ অন্য একজন ব্যক্তি হয়ে ক্লাব থেকে বিদায় নিচ্ছি। স্পার্স সমর্থকদের অসীম ভালোবাসার জন্য ধন্যবাদ’। জানা যাচ্ছে, আগামী রবিবার নিউক্যাসলের বিরুদ্ধে ম্যাচটিই হতে পারে স্পার্স জার্সিতে তাঁর শেষ ম্যাচ। তাঁর ক্লাব ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই ফুটবলবিশ্বে শুরু হয়েছে আবেগঘন প্রতিক্রিয়া।

আরও পড়ুন: ওভালে বারবার আম্পায়ারের সঙ্গে বিতর্ক, ধর্মসেনার কথায় কর্ণপাতই করলেন না ইংরেজ অধিনায়ক

সন জানান, ‘আমি কিছু ঘনিষ্ঠ সতীর্থকে ক্লাব ছাড়ার খবর আগেই জানিয়েছিলাম। ওরা কিছুটা হতাশ হলেও আমার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছে। বিশেষ করে বেনের সঙ্গে আমার সম্পর্ক খুব কাছের, আমরা বেশ কয়েকবার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। এই দলের সঙ্গেই প্রতিদিন পাঁচ-ছয় ঘণ্টা কাটে, পরিবারের থেকেও বেশি সময় আমরা একসঙ্গে থাকি। তাই ওদের জানানো খুব কঠিন ছিল’। পরিসংখ্যান বলছে, স্পার্সের হয়ে গত ১০ বছরে ১৬০ গোল করে ক্লাবের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন সন হিউং-মিন। ২০২১-২২ মরশুমে তিনি প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটও জিতেছিলেন। তবে এর থেকেও বড় প্রশ্ন, এবার কোন দলে যোগ দেবেন সন হিউং মিন?

এই নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে ফুটবল মহলে। আগামী বছরে ফিফা বিশ্বকাপ রয়েছে। তার আগে সন হিউং মিনের সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে মেজর সকার লিগে খেলা লস অ্যাঞ্জেলেস এফসির নাম। যদিও এখনও কোনও চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে কোরিয়ান সুপারস্টারের বিদায় বিশ্বজুড়ে স্পার্স-ভক্তদের মধ্যে নিঃসন্দেহে এক আবেগঘন অধ্যায়ের ইতি টানতে চলেছে। ইতিমধ্যেই, মেসি, সুয়ারেজের মতো তারকা যোগ দিয়েছেন মেজর সকার লিগে। সম্প্রতি, নিজের প্রাইমে থাকা সত্ত্বেও আর্জেন্টাইন তারকা রদ্রিগো দি পল অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছে মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে। জানা গিয়েছে, আর্জেন্টিনা জাতীয় দলের পাশাপাশি ক্লাব স্তরেও মেসির সঙ্গে খেলতে চান বলেই এই ট্রান্সফার নিয়েছেন ডি পল। এবার মেজর সকার লিগে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সন হিউং মিনেরও।