সংবাদ সংস্থা মুম্বই: সোমবার ৪০তম জন্মদিনের কেক কাটলেন সোনম কাপুর। বলিউডে স্পষ্টভাষী অভিনেত্রীদের তালিকায় সোনম কাপুরের নাম থাকে একেবারে প্রথম দিকেই। স্পষ্ট মতামত, চাঁছাছোলা মন্তব্য—এই নিয়েই বহুবার শিরোনামে এসেছেন ‘আয়েশা’ খ্যাত এই অভিনেত্রী। তবে ২০১৬-তে দেওয়া তাঁর এক পুরনো সাক্ষাৎকার আবারও ফিরে এল আলোচনায়, কারণ সেখানেই তিনি স্পষ্ট বলেছিলেন—“শাহরুখ কখনওই আমার সঙ্গে কাজ করতে চাননি।”

 

সেই সাক্ষাৎকারে সোনম বলেন, “অনেকবার চেষ্টা করেছি। ওঁর সঙ্গে কাজ করতে চেয়েছি, এমনকী নিজে থেকে যোগাযোগও করেছি। কিন্তু কোনও দিন সুযোগ পেলাম না। হয়তো ওঁর যখন ইচ্ছে হবে, তখনই কাজ করবেন!”

 

এখানেই শেষ নয়। আরেকটি সাক্ষাৎকারেও সোনমকে প্রশ্ন করা হয়েছিল, কেন তাঁকে এখনও কোনও শাহরুখ খানের ছবিতে দেখা দেননি। উত্তরে অনিল-কন্যা বলেন, “একটাও এরকম ছবির প্রস্তাব পাইনি। ওঁর দিক থেকে কোনও কাজের প্রস্তাবই আসেনি। হয়তো আমি সেই ধরনের অভিনেত্রী নই, যাঁর সঙ্গে শাহরুখ কাজ করতে আগ্রহী।” বলিউডে যেখানে অভিনেত্রীরা শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করার স্বপ্ন দেখেন, সেখানে সোনমের এই মন্তব্য স্বাভাবিকভাবেই তোলপাড় ফেলে দিয়েছে। সাহস করে নিজের হতাশার কথা শেয়ার করায় নেটিজেনদের একাংশ প্রশংসাও করেছিলেন অনিল কাপুর-কন্যার।

 

 

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে অবশ্য দারুণ সময় কাটাচ্ছেন তিনি। স্বামী আনন্দ আহুজার সঙ্গে সুখী দাম্পত্য এবং তাঁদের ছেলে ভায়ু-কে নিয়ে রূপকথার মতো জীবন কাটাচ্ছেন সোনম। ইনস্টাগ্রাম জুড়ে ছড়িয়ে থাকা ছবি তারই সাক্ষী।

 

সম্প্রতি মুম্বইয়ে নিজের জন্মদিনের পার্টি দিয়েছেন অভিনেত্রী। উপস্থিত ছিলেন কাপুর পরিবার ছাড়াও বলিউডের ঘনিষ্ঠ বন্ধুরা—সাইফ-করিনা, স্বরা ভাস্কর, ভূমি পেডনেকর, মাসাবা গুপ্তা, পারনিয়া কুরেশি, বেদাং রায়না সহ আরও অনেকে।

 

কেরিয়ারের দিক থেকে অবশ্য এখন খানিকটা বিরতিতে রয়েছেন তিনি। এখনও পর্যন্ত কোনও নতুন ছবি ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, খুব শিগগিরই তিনি ফিরছেন ‘ব্যাটেল ফর বিট্টোরা’ ছবির মাধ্যমে।