১৩ আগস্ট। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। কেক, মোমবাতির নরম আলো, উপহার পাওয়া ফুলের সুবাস, মধ্যরাত থেকেই বাইপাস সংলগ্ন বিলাসবহুল ফ্ল্যাটে উৎসবের মরশুম। বিশেষ দিনটি কীভাবে কাটাচ্ছেন টলিউডের মিষ্টি হাসির কন্যে? আজকাল ডট ইন-কে শ্রাবন্তী বলেন, “এই দিনটা কাছের মানুষদের সঙ্গে কাটাতেই ভালবাসি। আজ পরিবারের সকলে আসবে। স্কুলের বন্ধুরাও থাকবে। ওদের সঙ্গেই আনন্দ করব।”
পেশার খাতিরে ঝরঝরে চেহারা ধরে রাখা। তার জন্য চলে নিয়মিত শরীরচর্চা। ডায়েটও। বছরের অন্যান্য দিন নিয়মমাফিক খাওয়াদাওয়া করলেও জন্মদিনে পেটপুজো বাধাধরা। তাই পছন্দের পদ মাটন কষা দিয়েই রসনাতৃপ্তি নায়িকার। আর উপহার? জীবনের নতুন বছরে পা রেখে কী কী পেলেন? প্রশ্ন করতেই এক গাল হেসে শ্রাবন্তী বললেন, “সকলেই জানে আমি একদম বস্তুবাদী নয়। আজকাল সকলেই খুব ব্যস্ত। কত কাজ থাকে! তার মাঝেই বিশেষ দিনে সবাই আমাকে তাদের মূল্যবান সময় দিচ্ছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার।”
তবে জন্মদিনে আরও এক বিশেষ উপহার পেয়েছেন শ্রাবন্তী। দিয়েছেন শুভ্রজিৎ মিত্র। নায়িকার আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’র পরিচালক। সহকর্মীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘আজ তোমার জন্মদিনে নিয়ে আসছি দেবী চৌধুরানীর টিজার। বিজয়ী হও।’ শুভ্রজিতের এই উপহারে উচ্ছ্বসিত নায়িকা। জানিয়েছেন, এই উপহার তাঁর কাছে খুব দামি।
বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যতম বড় বাজেটের এই ছবি নিয়ে ক্রমেই বাড়ছে উত্তাপ। শ্রাবন্তীও ধরা দিয়েছেন একেবারে অন্য রূপে। সে রূপে বাহুল্য নেই। নেই চিরাচরিত নজরকাড়া রূপটান। রয়েছে অদম্য তেজ, দৃঢ় প্রত্যয়। পর্দায় দেবী চৌধুরানী হয়ে উঠতে নিজেকে চেনা পরিধি টপকে গিয়েছেন নায়িকা। ২০২১ সালে ‘অভিযাত্রিক’ তৈরি করে জাতীয় পুরস্কার জিতে নেন শুভ্রজিৎ। 'দেবী চৌধুরানী'র হাত ধরে তবে কি এবার শ্রাবন্তীর পালা? আজকাল ডট ইন-কে শুভ্রজিৎ বলেন, “শ্রাবন্তী জাতীয় পুরস্কার পেলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। ও এই ছবিতে যা অভিনয় করেছে, তা পুরস্কার পাওয়ার যোগ্য।”
শিশুশিল্পী হিসাবে ‘মায়ার বাঁধন’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন শ্রাবন্তী। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্পিয়ন’-এ জিতের নায়িকার ভূমিকায় নজর কাড়েন। তারপর আর পিছনে ফিরে তাকাননি। বক্স অফিসে একের পর এক হিট দিয়ে প্রথম সারির নায়িকাদের তালিকায় শামিল করেন নিজের নাম। বাণিজ্যিকের পাশাপাশি বিষয়ভিত্তিক ছবিতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন নায়িকা। কিন্তু ‘দেবী চৌধুরানী’তে তিনি যা করেছেন, দর্শক আগে তা চাক্ষুষ করেনি বলেই মনে করেন শুভ্রজিৎ। তাঁর কথায়, “শ্রাবন্তী কতটা ভাল অভিনয় করে, তা এতদিনে আমরা সকলেই দেখেছি। সব ধরনের ছবিতেই ও খুব সাবলীল। কিন্তু দেবী চৌধুরানীর জন্য ও নিজেকে পুরোপুরি ভেঙে আবার তৈরি করেছে।”
