অদিতি রায় পরিচালিত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত আসন্ন সিরিজ ‘অনুসন্ধান’-এর মুক্তির তারিখ ঘোষণা করে একটি পোস্টার উন্মোচিত হল কলকাতায় শানের ইনফিনিটি ট্যুর ২০২৫-এর কনসার্টে, যেখানে উচ্ছ্বাসমুখর ভিড় উপস্থিত ছিল।

দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন শান এবং শুভশ্রী। ফের তাঁরা একত্রিত হয়ে পোস্টার উন্মোচনের মুহূর্তটিকে আরও বিশেষ করে তুললেন দুই শিল্পী। জীবন্ত হয়ে উঠল নস্টালজিয়া। সিরিজের পোস্টার উস্কে দিয়েছে রহস্য। আপাতত তার জট খোলার অপেক্ষায় দর্শক। এই সিরিজের জন্য নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেছেন অভিনেত্রী। সিরিজের প্রথম ঝলক থেকেই সেই ছাপ স্পষ্ট।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Hoichoi (@hoichoi.tv)