Subhashree Ganguly starrer anusandhan released | Aajkaal
সামনে এল শুভশ্রীর ‘অনুসন্ধান’-এর মুক্তির তারিখ! রইল বিশেষ ঝলক, দেখে নিন
নিজস্ব সংবাদদাতা
১০ অক্টোবর ২০২৫ ২২ : ২২
শেয়ার করুন
অদিতি রায় পরিচালিত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত আসন্ন সিরিজ ‘অনুসন্ধান’-এর মুক্তির তারিখ ঘোষণা করে একটি পোস্টার উন্মোচিত হল কলকাতায় শানের ইনফিনিটি ট্যুর ২০২৫-এর কনসার্টে, যেখানে উচ্ছ্বাসমুখর ভিড় উপস্থিত ছিল।
দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন শান এবং শুভশ্রী। ফের তাঁরা একত্রিত হয়ে পোস্টার উন্মোচনের মুহূর্তটিকে আরও বিশেষ করে তুললেন দুই শিল্পী। জীবন্ত হয়ে উঠল নস্টালজিয়া। সিরিজের পোস্টার উস্কে দিয়েছে রহস্য। আপাতত তার জট খোলার অপেক্ষায় দর্শক। এই সিরিজের জন্য নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেছেন অভিনেত্রী। সিরিজের প্রথম ঝলক থেকেই সেই ছাপ স্পষ্ট।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Hoichoi (@hoichoi.tv)
সিরিজে শুভশ্রী একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন। যিনি একটি মহিলাদের জেলে ঘটে যাওয়া রহস্যের খোঁজে নামেন। সেখানে কোনও পুরুষ না থাকলেও বন্দিরা অজানা কারণে গর্ভবতী হয়ে যাচ্ছেন। কেন তা হচ্ছে, তা-ই অনুসন্ধান করতে চলেছেন নায়িকা।
পর্দায় একের পর এক নিরীক্ষামূলক চরিত্র করছেন শুভশ্রী। বাণিজ্যিক থেকে শুরু করে বিষয়ভিত্তিক, সব রকম ছবিতেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি ‘গৃহপ্রবেশ’ এবং ‘ধূমকেতু’র মতো ব্যবসা-সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
‘অনুসন্ধান’ ৭ নভেম্বর হইচইয়ে মুক্তি পাবে। এই থ্রিলার দেখতে আপাতত মুখিয়ে রয়েছেন দর্শক। এটি শুভশ্রীর দ্বিতীয় সিরিজ। ২০২৩ সালে দেবালয় ভট্টাচার্যের ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ নামভূমিকায় অভিনয় করেন তিনি।
পরপর একাধিক ছবি এবং ওয়েব সিরিজে নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে এবার তিনি সাংবাদিক! যদিও এই ভোলবদল বাস্তবে নয়, পর্দায়। 'হইচই'-এর ওয়েব সিরিজ 'অনুসন্ধান'-এ সাংবাদিকের চরিত্রে দেখা যেতে চলেছে শুভশ্রীকে। 'ক্রাইম জার্নালিজম'কে কেন্দ্র করে আসছে অদিতি রায় পরিচালিত 'অনুসন্ধান'।
এই ক্রাইম থ্রিলারে থাকছেন এক ঝাঁক টলি তারকারা। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সাহেব চট্টোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত। এছাড়াও থাকছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায় ও অরিত্র দত্ত বণিককে।
এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। 'অনুসন্ধান'-এর হাত ধরে বহু বছর পর অভিনয়ে দেখা যাবে অরিত্রকে। এই সিরিজের হাত ধরে নতুন করে নিজেকে পর্দায় ফুটিয়ে তুলতে প্রস্তুত অরিত্র। ইতিমধ্যেই চলছে শুটিং শুরুর প্রস্তুতি। পুজোর আগেই হইচই-এ মুক্তি পেতে চলেছে এই সিরিজ। বরাবরই অদিতি রায়ের পরিচালনায় নারী শক্তির জয়জয়কারের সাক্ষী থেকেছেন দর্শক। এই সিরিজেও যে তারই প্রভাব থাকবে, তা বলাই বাহুল্য।