নিজস্ব সংবাদদাতা: গত বছর নভম্বরে রাসপূর্ণিমার দিনই নতুন ছবির খবর দিয়েছিলেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ছবির নামেও ‘রাস’।এই ছবির মাধ্যমে হারিয়ে যাওয়া অনেক কিছু মুহূর্তের জন্য ফিরে পাবেন দর্শক, এমনটাই মত ছবির শিল্পী ও কলাকুশলীদের। মঙ্গলবার বাংলার বর্ষবরণের দিনে ছবির নতুন পোস্টার প্রকাশ করলেন তথাগত।
‘রাস’ ছবির পরিবারের সদস্যরা হলেন বিক্রম চ্যাটার্জী, দেবলীনা কুমার, অনসূয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রণজয় বিষ্ণু, অর্ণ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথ, পারিজাত চৌধুরী, অপ্রতীম চট্টোপাধ্যায়, দেবাশীষ রায়, দেবপ্রসাদ হালদার, বিমল গিরি, সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় সহ অনেকে।
ছবির মূল ভাবনা, গল্পও কিন্তু জিয়া নস্ট্যাল হওয়ার মতোই। ‘রাস’ এক পরিবারের গল্প, বলা ভাল ৩২জন সদস্যের এক পরিবার। এই পরিবার এবং পরিবারের মানুষগুলোর গল্প বলবে ‘রাস’। তথাগত মুখোপাধ্যায়ের কথায়, “যাদেরকে হারিয়ে ফেলেছি জীবনে, যে মানুষগুলো ছোটবেলা থেকে জীবনে ছিলেন কিন্তু এখন আর নেই তাদের জন্য মন খারাপ হয়। তবে আমি ব্যক্তিগত জীবনে কখনও বিচ্ছেদে বিশ্বাস করি না। একটা সময় ছিল যখন মানুষ বিচ্ছেদ করত না, বয়কট করত না, একে অপরকে এভাবে ছুঁড়ে ফেলে দিত না, আলাদা করে দিত না। আমি হয়তো এই ছবির মাধ্যমে আবার ছেলেবেলার বন্ধনগুলোকে খুঁজে পেতে চাইছি।”
ছবির পোস্টারে দেখা যাচ্ছে, বাড়ির উঠোনে নয়, বরং খোলা আকাশের নীচে গাছপালা ঘেরা একটুকরো মাঠের মধ্যেই রাসপূর্ণিমার রাত্রে রাস উৎসবে মেতেছেন সবাই। আকাশ জুড়ে তখন পূর্ণিমার চাঁদ। পুরনো এক গাছের ডালে, পাতার আড়ালে বসে রয়েছে লক্ষ্মীপ্যাঁচা। পোস্টারের সঙ্গে ক্যাপশনে তথাগত জুড়েছেন – “বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখের পয়লা দিনে এটাই আগাম জানানোর,যে আগামী ৬ই জুন ২০২৫ তে "রাস" আসছে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে।"রাস"তো নিছক উদযাপন নয়, "রাস" আসলে বেঁচে থাকার উৎসব।আমরা যে নেহাৎ টিঁকে নেই বেঁচেও আছি সেটা আর একবার মনে করিয়ে দেওয়ার উৎসব।তাই বাংলা ক্যালেন্ডারের প্রথম তারিখে আমাদের ভালবাসার ফসল রক্ত মজ্জায় শরীরে আদ্যন্ত বাংলা ছায়াছবি "রাস" এর শুভমুক্তির দিনক্ষনের ঘোষনা থাকল, সাথে থাকল "রাস" ছায়াছবির নতুন পোস্টার। এই একলা বৈশাখে রইল একলা নিতাই হওয়ার ডাক।”
