আজকাল ওয়েবডেস্ক: সিডনিতে শেষ টেস্টে হেরে ১০ বছর পর বর্ডার গাভাসকার ট্রফি হাত থেকে বেরিয়ে গিয়েছে ভারতের। আর এই দিনেই সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের তারকা অলরাউন্ডার ঋষি ধাওয়ান। হিমাচল প্রদেশের এই ৩৪ বছর বয়সী ফাস্ট-বোলিং অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে তাঁর রেকর্ড অত্যন্ত উল্লেখযোগ্য। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল ঋষি ধাওয়ানের। তবে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার মাত্র চারটি ম্যাচেই সীমাবদ্ধ। তার মধ্যে তিনটি ওডিআই এবং একটি টি-২০। তবে ঋষি জানিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি। চলতি রঞ্জি ট্রফির বাকি অংশেও হিমাচল প্রদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখা যাবে তাঁকে।

 

বর্তমানে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে থাকা হিমাচল প্রদেশ কোয়ার্টার ফাইনালের জন্য লড়াই করছে। চলতি মরসুমে ঋষি দলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন। ৭৯.৪০ গড়ে ৩৯৭ রান সংগ্রহ করেছেন তিনি। পাশাপাশি, ২৮.৪৫ গড়ে ১১টি উইকেট নিয়েছেন।  রবিরার ঋষি ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় তাঁর অবসরের ঘোষণা লেখেন। তিনি লেখেন, এই সিদ্ধান্ত তাঁর কাছে খুবই কঠিন। তবে তাঁর কোনও আফসোস নেই। ঋষি ধাওয়ানের ঘরোয়া ক্রিকেট কেরিয়ার অত্যন্ত ঈর্ষণীয়। ১৩৪টি লিস্ট এ ম্যাচে তিনি ২৯.৭৪ গড়ে ১৮৬টি উইকেট নিয়েছেন এবং ৩৮.২৩ গড়ে ২৯০৬ রান করেছেন, যার মধ্যে রয়েছে একটি শতরান। ১৩৫টি টি-২০ ম্যাচে তিনি ২৬.৪৪ গড়ে ১১৮টি উইকেট শিকার করেছেন, যেখানে তাঁর ইকোনমি রেট ৭.০৬। ব্যাট হাতে তিনি ১২১.৩৩ স্ট্রাইক রেটে ১৭৪০ রান সংগ্রহ করেছেন।