দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণন, যিনি তামিল ও তেলুগু সিনেমার একাধিক হিট ছবির জন্য পরিচিত, শিঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে খবর। ফের শোনা যাচ্ছে তাঁর বিয়ের গুঞ্জন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তৃষার বাবা-মা ইতিমধ্যেই মেয়ের জন্য নতুন একটি পাত্র পছন্দ করেছেন। তিনি চণ্ডীগড়ের এক ব্যবসায়ী। মেয়ের জন্য সেই ব্যক্তিকেই পছন্দ করে নিয়েছেন নায়িকার অভিভাবক।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৪২ বছর বয়সি এই অভিনেত্রীর বাবা-মা চণ্ডীগড়ের ওই ব্যবসায়ীর সঙ্গে তৃষার বিয়ের কথা ভেবেছেন। ওই ব্যবসায়ী অস্ট্রেলিয়া থেকে ভারতে তাঁর ব্যবসা সম্প্রসারণ করেছেন। যদিও এখনও পর্যন্ত তৃষার সম্ভাব্য জীবনসঙ্গী সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। এমনকি তাঁর নামও প্রকাশ্যে আসেনি। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দুই পরিবার বহু বছর ধরেই একে অপরকে চেনে।

তবে এখনও পর্যন্ত তৃষা বা তাঁর পরিবারের পক্ষ থেকে এই খবরের কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এর আগে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন তৃষা। তিনি জানিয়েছিলেন, সঠিক মানুষ পেলে তিনি বিয়ের ব্যাপারে আগ্রহী। তবে এখনও সেই ‘সঠিক সময়’ আসেনি। অভিনেত্রী স্পষ্ট করে বলেন, তিনি বর্তমানে একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। পাশাপাশি কাজ এবং নিজের ব্যক্তিগত জীবনের প্রতি মনোযোগ দিচ্ছেন।
তৃষা ২০১৫ সালে ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে বাগদান করেছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, বিয়ের পরেও অভিনয় চালিয়ে যাওয়ার তৃষার সিদ্ধান্ত নিয়ে দু’জনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল।

বহু বছর ধরে তৃষা এবং তামিল সুপারস্টার বিজয়কে নিয়ে সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। ‘ঘিলি’ (২০০৪), ‘তিরুপাচ্চি’ (২০০৫), ‘আথি’ (২০০৬), এবং ‘কুরুভি’ (২০০৮)-এর মতো হিট ছবিতে তাঁদের পর্দার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে ‘কুরুভি’-র পর হঠাৎই দু’জন একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন।
গুজব রটে, ‘ঘিলি’-র সময় তাঁদের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়েছিল, যা নিয়ে বিজয়ের পরিবার নাকি অস্বস্তিতে পড়ে। বিজয় ১৯৯৯ সালে সঙ্গীতা স্বর্ণালিঙ্গমকে বিয়ে করেন এবং তাঁদের দুটি সন্তান রয়েছে। সংসার বাঁচাতেই নাকি তিনি তৃষার থেকে দূরত্ব বজায় রাখেন। তৃষা এবং বিজয় দু’জনেই যদিও বরাবরই এই সম্পর্কের গুঞ্জন উড়িয়ে বলেছেন তাঁরা শুধু ‘ভাল বন্ধু’।


১৫ বছর পর, ২০২৩ সালে লোকেশ কনগরাজ পরিচালিত ‘লিও’ ছবিতে আবারও একসঙ্গে দেখা যায় বিজয় এবং তৃষাকে। তাঁদের পুনর্মিলনে উচ্ছ্বসিত হয়েছিলেন ভক্তরা।

তৃষার বিয়ে নিয়ে জল্পনা যতই বাড়ুক না কেন এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ কুলুপ এঁটেছেন অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে নিজের ব্যক্তিগত জীবন এবং ভাবমূর্তি নিয়ে বরাবরই সংযত থেকেছেন তিনি। তবে ভক্তদের আশা, যদি তাঁর বিয়ের খবর সত্যি হয়, তাহলে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন পর্ব শুরু করবেন দক্ষিণের এই জনপ্রিয় নায়িকা।