আজকাল ওয়েবডেস্ক: সোমবার মার্কিন প্রশাসন ঘোষণা করেছে যে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছেন, তারা যদি স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান, তবে তাদের ১,০০০ ডলার (প্রায় ৮১,০০০ টাকা) বখশিশ দেওয়া হবে।

এই নতুন পদক্ষেপের ঘোষণা করেন মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোএম। তিনি বলেন, "যারা অবৈধভাবে এখানে রয়েছেন, তাদের জন্য স্বেচ্ছায় ফেরত আসার জন্য সবচেয়ে নিরাপদ ও অর্থনৈতিকভাবে লাভজনক উপায়।"

এই বখশিশ পেতে হলে CBP হোম অ্যাপ-এর মাধ্যমে প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনকারীর নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত হলে এই অর্থ প্রদান করা হবে। এই প্রকল্পে ইতিমধ্যে একজন অভিবাসী শিকাগো থেকে হন্ডুরাসে ফিরে গেছেন, এবং আরও কিছু টিকিট ইতিমধ্যে সংরক্ষিত হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আনুমানিক ১.১ কোটি অবৈধ অভিবাসী রয়েছেন, যার মধ্যে প্রায় ২.২ লাখ ভারতীয় বলে DHS-এর ২০২২ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে। এই কর্মসূচির ফলে আটক ও জোর করে প্রত্যাবাসনের খরচ ৭০ শতাংশ পর্যন্ত কমে আসবে বলে আশা DHS-এর।