পর্দায় তিনি কখনও প্রেমিক, কখনও আবার অ্যাকশন হিরো। টলিপাড়ার সুদর্শন নায়ক বিক্রম চট্টোপাধ্যায়কে এ যাবৎকাল এভাবেই চাক্ষুষ করেছে দর্শক। তবে এই প্রথম বাবার ভূমিয়ায় অভিনয় করতে চলেছেন তিনি। বাবা-মেয়ের গল্প নিয়ে বড় পর্দায় আসছেন বড় পর্দায়। ছবির নাম ‘বাবা’। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক জিৎ চক্রবর্তী। দেড় বছরের শিশুকন্যাকে বাঁচাতে এক পিতার লড়াইকে কেন্দ্র করে আবর্তিত হবে ছবির গল্প। বিক্রমের সঙ্গে দেখা যাবে কিরণ মজুমদারকে। নেটমাধ্যম এবং মডেলিংয়ের জগতে পরিচিত মুখ হলেও এটিই তাঁর প্রথম ছবি। বিক্রম এবং কিরণের চরিত্র দু’টির নাম যথাক্রমে গৌরব এবং রাই। ছবিতে শিশুকন্যার চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী অশ্লেষা। 


অভিনেতা জানান, “জীবনে এই প্রথমবার বাবার চরিত্রে অভিনয় করছি। ফলে দর্শক আমাকে নতুন ভাবে পাবেন এই ছবিতে। সন্তানের জীবনে মায়ের ভূমিকা নিয়ে আমরা বেশির ভাগ সময়ে কথা বলে থাকি। কিন্তু সন্তানকে বড় করার জন্য, তাকে রক্ষা করার জন্য একজন সাধারন বাবা যে কতটা দূর যেতে পারে, সুপারহিউম্যান হয়ে উঠতে পারে, সেই গল্প নিয়ে এই ছবিটা"।

একগুচ্ছ তারকা নিয়ে শ্যুটিং শুরু হবে এই ছবির। বিক্রম-কিরণ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, দেবরাজ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, অরিত্র গঙ্গোপাধ্যায়কে। বিশেষ একটি চরিত্রে থাকছেন মমতাশঙ্কর। রয়েছেন রাজনীতিক পার্থ ভৌমিকও।

পরিচালক জানান, “বিক্রম এবং কিরণ এখানে এক দম্পতি। তাদের দেড় বছরের শিশুকন্যাকে বাঁচাতেই বিক্রমের জার্নি শুরু। শিশু পাচারচক্রের বিষয়ও আসবে গল্পে। এর বেশি কিছু বলা যাবে না। তবে এটা শুধু সম্পর্কের গল্প নয়, রহস্যও আছে। অ্যাকশনও আছে এই ছবিতে। কলকাতা বন্দর এলাকা, ফলতার কারখানা অঞ্চলে সে সব দৃশ্যের শ্যুটিং হবে।”

এই ছবি দিয়ে পরিচালক জিৎ চক্রবর্তী নিজের প্রযোজনা সংস্থা শুরু করছেন, সংস্থার নাম দিয়েছেন ‘এন্টারটেইনমেন্ট কি জিৎ’। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুটিং শুরু হবে। 

ছোটপর্দাতেও ফিরছেন বিক্রম। নতুন এক রিয়্যালিটি শো-এর মঞ্চে জুটি বাঁধছেন ঐন্দ্রিলা সেনের সঙ্গে। শো-এর নাম 'দশ দিনে দশ লাখ'। এই শো-এ সঞ্চালনা করতে দেখা যাবে তাঁদের। জি-এর নতুন চ্যানেল জি বাংলাসোনার-এ সম্প্রচারিত হবে এই নতুন রিয়্যালিটি শো-টি। 

বিক্রম-ঐন্দ্রিলার এই শো-এ থাকবে ভিন্ন ধরনের মজার খেলা। মূলত জুটির লড়াই দেখা যাবে এই রিয়্যালিটি শো-এ। জুটি হিসেবে দেখা যেতে পারে, প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, ভাই-বোন, দুই বন্ধু এমনকি অনস্ক্রিন জুটিকেও। টানা দশদিন ধরে চলবে এই খেলা। দশদিন পর যে জুটি সমস্ত খেলায় জিতে সেরার সেরা হবে, তাঁরা পেয়ে যাবেন দশ লক্ষ টাকা। 
 
সম্পূর্ণ নতুন ধরনের গেম শো-এ ঐন্দ্রিলার সঙ্গে আবার জুটিতে, কেমন লাগছে? আজকাল ডট ইন-এর প্রশ্নে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বলেন, "আমরা এত বছর ধরে একে অপরকে চিনি। ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ঐন্দ্রিলা। ওর সঙ্গে আবার কাজ করতে পারায়, সত্যিই খুব ভাল লাগছে। আরও বেশি ভাল লাগছে এটা ভেবে যে, এতদিন দর্শক আমাদের কোনও না কোনও চরিত্রে অভিনয় করতে দেখেছেন। এই প্রথমবার আমরা একসঙ্গে জুটি বাঁধছি নিজেদের মতো করেই। এতে আমাদের বন্ডিংটা আরও উপভোগ করতে পারবেন দর্শক। তাছাড়া বাংলায় এমন ফরম্যাটের রিয়্যালিটি শো আগে হয়নি। দর্শকের মনোরঞ্জনের জন্য এটা একটা দারুণ কিছু হতে চলেছে বলে আশা করছি।"