আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকের গন্ধ মিষ্টি, আর সিঙ্গেল ছেলেরা নাকি একটু বেশিই 'তেজি'! সম্প্রতি একটি গন্ধ-নির্ভর গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য—বন্ধনহীন পুরুষদের শরীরের গন্ধ নাকি অনেক বেশি তীব্র, আর সেই ঘ্রাণেই লুকিয়ে থাকতে পারে যৌন আহ্বানের সঙ্কেত। গবেষণায় ৯১ জন পুরুষকে পরানো হয় সাদা টি-শার্ট—৪৬ জন ছিলেন 'হ্যান্ডস-অফ' সিঙ্গেল, বাকিরা প্রেমে মজে থাকা। একদিন পরে তাঁদের ঘামে ভেজা জামা পৌঁছে গেল ৮২ জন মহিলার নাকে—নিশ্বাসে প্রেমের ক্লু!

'ঘামের গন্ধে বাজিমাত'—গবেষকরা জানাচ্ছেন, সিঙ্গেল ছেলেদের শরীরের গন্ধ ছিল তুলনামূলকভাবে অনেক বেশি তীব্র, কামনাময়। শুধু তাই নয়, তাঁদের মুখশ্রীও নাকি দেখায় বেশি পুরুষালি—তবে এই 'পৌরুষ' শুধু টের পেলেন অন্যদের প্রেমিকারা। সিঙ্গেল মেয়েরা কিছুই নাকি টের পাননি—হয়তো ‘নাক কাটা গেছে’ আগেই!

গন্ধের এই প্রেমবিজ্ঞান জানায়, শরীরের এই 'সিঙ্গল সিগন্যাল' হতে পারে নারীসঙ্গ আকর্ষণের প্রাচীন রাসায়নিক হাতিয়ার। কারণ, হাই টেস্টোস্টেরন মানেই বেশি প্রতিযোগিতা, বেশি কাম, আর তার গন্ধও ততটাই দাপুটে। তবে সতর্কবার্তাও রয়েছে—এই গন্ধ মানেই আকর্ষণ নয়। "স্মেলি’ মানেই ‘সেক্সি’ নয়", বলছেন বিজ্ঞানীরা।

তবে অন্য তত্ত্বও আছে। হয়তো সিঙ্গেল ছেলেরা শুধু একটু কম স্নান করেন! গবেষণায় দেখা গেছে, সিঙ্গেল পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য খানিক পিছিয়ে, যার প্রভাব পড়তে পারে ব্যক্তিগত পরিচ্ছন্নতায়। প্রেমে পড়ার আগে একবার নাকে টেনে দেখুন! সেই ‘ঘামে গন্ধে’ লুকিয়ে থাকতে পারে যৌবনের উদ্দামতা, কিংবা… জাস্ট পাঁজরের ঘাম!