আজকাল ওয়েবডেস্ক: ওকে দেখতে আমার ভাইয়ের মতো। ও খুব মজার লোক। আমাকে কাতুকুতু দেয়। ওর সঙ্গে আমি খেলি। ওকে আমি খুব ভালবাসি। আমাকে ও এত্ত ভালবাসে (দুই হাত বাড়িয়ে)। হ্যাপি ফাদার্স ডে। সেই সঙ্গে খুদে হাতের সই ভামিকার। 
মেয়ের ভালবাসা ভরা চিঠি বাবাকে। পিতৃদিবসে এর থেকে মন ভাল করা উপহার আর কি পেতে পারতেন বিরাট কোহলি? 
তাঁর কন্যা ভামিকা এরকমই ভালবাসায় মোড়ানো এক চিঠি পাঠাল কোহলিকে। সেই চিঠি  অনুষ্কা শর্মা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। 
 
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)
 
 
নিজের বাবার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা। সেখানে লেখা, ''আমার জীবনের প্রথম পুরুষ, যাঁকে আমি ভালবেসেছিলাম এবং আমাদের মেয়ে প্রথম যে পুরুষকে ভালোবেসেছে, তাঁদের দু'জনকেই পিতৃদিবসের ভালবাসা। পিতৃদিবসে পৃথিবীর সকল সুন্দর বাবাদের শুভেচ্ছা।'' 
অনুষ্কাও নস্ট্যালজিক। ছোট্ট ভামিকা যেমন তার বাবাকে ভালবাসে, বলিউড অভিনেত্রীও তাঁর বাবাকে ভালবাসেন। কোথায় যেন এক হয়ে যাচ্ছেন মা আর মেয়ে।