আজকাল ওয়েবডেস্ক:‌ আর কিছু সময়ের অপেক্ষা। তারপরেই শুরু হবে ভারত–অস্ট্রেলিয়া মহারণ। কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?‌ দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে ক’‌জন স্পিনার খেলাবে ভারত?‌ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর বরুণ চক্রবর্তীকে দেখা যাবে সেমিফাইনালে?‌ একগুচ্ছ প্রশ্ন মনে ভিড় করেছে ক্রিকেট ভক্তদের। তবে দেশের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু মনে করছেন, সেমিফাইনালে ভারত যাক তিন স্পিনারে। বরুণের জায়গায় খেলানো হোক পেসার হর্ষিত রানাকে।


রায়ডুর কথায়, ‘‌দলে একটা বদল হওয়া উচিত। হর্ষিত রানাকে খেলানো উচিত। কারণ উইকেট রোল করা হয়েছে। বেশ শক্ত লাগছে। প্রথমে বল করলে কিন্তু একটা বাড়তি সিমার দরকার। কারণ বল শুরুতে মুভ করতে পারে।’‌ রায়ডু সেমিফাইনালের জন্য যে একাদশ বেছেছেন তাতে রয়েছেন, রোহিত, গিল, বিরাট, শ্রেয়স, অক্ষর, লোকেশ রাহুল, জাদেজা, হার্দিক, হর্ষিত, সামি, কুলদীপ। 


রায়ডু যতই বলুক, প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু বরুণের প্রশংসায় পঞ্চমুখ। এমনকী রোহিত শর্মাও কিউয়ি ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বরুণের ভূয়সী প্রশংসা করেছিলেন। 


এটা ঘটনা, জীবনের মাত্র দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকেও কামাল করেছেন বরুণ। তুলে নিয়েছেন পাঁচ উইকেট। মিস্ট্রি স্পিনারের বল বুঝতেই পারেননি উইলিয়ামসনরা।