আজকাল ওয়েবডেস্ক: দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ শুক্রবার থেকে শুরু হচ্ছে প্যারিসে। কিন্তু অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই বৃষ্টির পূর্বাভাস জারি করল ফ্রান্সের আবহাওয়া দপ্তর। অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবার স্টেডিয়ামের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। স্থানীয় সময় সন্ধ্যা 7.30 নাগাদ(ভারতীয় সময় রাত 11.00) শুরু হবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান।
ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটিও ফ্রান্স জানিয়েছে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্যারিসে। 2024 প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্যারিসের সেইন নদীতে মোট 6800 জন ক্রীড়াবিদ 90টি নৌকায় চড়ে ছয় কিলোমিটার পথ অতিক্রম করবেন। ভারতের হয়ে পতাকা বহন করতে দেখা যাবে পিভি সিন্ধুকে। এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন মোট 10,700 জন ক্রীড়াবিদ।
তার মধ্যে অনেকেই এখনও প্যারিসে পৌঁছাননি। যাঁদের ইভেন্ট পরের সপ্তাহে তাঁরা এখনও অনুশীলনে মগ্ন। সেইন নদীর ধারে উপস্থিত থাকবেন কাতারে কাতারে মানুষ। যার মধ্যে 320,000 টিকিট কেটে এবং আমন্ত্রিত অতিথিরা থাকবেন। ঐতিহাসিক আইফেল টাওয়ারের সামনে থেকে শুরু হবে প্যারেড।
ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটিও ফ্রান্স জানিয়েছে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্যারিসে। 2024 প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্যারিসের সেইন নদীতে মোট 6800 জন ক্রীড়াবিদ 90টি নৌকায় চড়ে ছয় কিলোমিটার পথ অতিক্রম করবেন। ভারতের হয়ে পতাকা বহন করতে দেখা যাবে পিভি সিন্ধুকে। এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন মোট 10,700 জন ক্রীড়াবিদ।
তার মধ্যে অনেকেই এখনও প্যারিসে পৌঁছাননি। যাঁদের ইভেন্ট পরের সপ্তাহে তাঁরা এখনও অনুশীলনে মগ্ন। সেইন নদীর ধারে উপস্থিত থাকবেন কাতারে কাতারে মানুষ। যার মধ্যে 320,000 টিকিট কেটে এবং আমন্ত্রিত অতিথিরা থাকবেন। ঐতিহাসিক আইফেল টাওয়ারের সামনে থেকে শুরু হবে প্যারেড।
