আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির আইপিএল ট্রফি জয়ের উৎসব নিমেষেই বদলে গেল  বিষাদে। চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে চলছে উৎসব। বাইরের ভয়ঙ্কর ঘটনার কথা পৌঁছল না স্টেডিয়ামের ভিতরে। পদপিষ্ট হয়ে কমপক্ষে মারা গেলেন ১০ জন, আহতের সংখ্যা প্রায় ৫০। সংবাদমাধ্যমের খবর তেমনটাই। 

এদিকে সোশ্যাল মিডিয়ায় আরসিবি-র বিজয় উৎসবের সময়ে বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার চুমু ছোড়ার ছবি পোস্ট হয়েছে। সেই ছবি ঘিরেই সামাজিক মাধ্যমে 'গেল গেল' রব উঠেছে। তারকা দম্পতি প্রবল ট্রোলিংয়ের মুখোমুখি।  

সোশ্যাল মিডিয়ায় কেউ বললেন,''নির্লজ্জ।'' কেউ আবার লিখলেন, ''এখনও পর্যন্ত এই ভয়ঙ্কর ঘটনা নিয়ে কোনও পোস্ট করল না। স্টেডিয়ামের কাছে যেতে বারণও করল না। নির্লজ্জ।'' আর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখলেন, ''এদের লজ্জা কোথায়? বাইরে লোক মরছে আর এরা থামছেই না।'' 

বাইরের মৃত্যুমিছিলের ঘটনার কথা হয়তো জানতেনই না খেলোয়াড়রা। জানতে পারলে নিশ্চয় তাঁদের তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া যেত। এতটা অসংবেদনশীল তাঁরা নন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্টেডিয়ামের গেটগুলির বাইরে ভক্তরা ভিড় করেছিলেন। পুলিশ বাধ্য হয়ে গেট বন্ধ করে দেয়। আর তখনই স্টেডিয়ামে ঢোকার জন্য শুরু হয় ভক্তদের হুড়োহুড়ি। আর তাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।