আজকাল ওয়েবডেস্ক: বরাবরই আবেগপ্রবণ বিরাট কোহলি। মাঠে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর টেস্ট কেরিয়ার। একাধিকবার চোখের জল ফেলেছেন। যার একমাত্র সাক্ষী অনুষ্কা শর্মা। কোহলির টেস্ট অবসর ঘোষণার দু'দিন পরে ইনস্টাগ্রামে একটি সুন্দর পোস্ট শেয়ার করেন বলিউডের অভিনেত্রী। টেস্টের সবচেয়ে কঠিন ফরম্যাটে বিরাট কীভাবে এবং কেন সাফল্য পেয়েছে, সেটা তুলে ধরেন। অনুষ্কা লেখেন, 'যাদের গল্প বলার আছে, একমাত্র তাঁরাই টেস্ট ক্রিকেটে সাফল্য পায়। এই গল্প এতো লম্বা এবং দীর্ঘ, যে পিচ কন্ডিশনের তোয়াক্কা করে না - ঘাস, সূক্ষ্ম, হোম বা অ্যাওয়ে‌।' 

আসলে এই ইনস্টাগ্রাম স্টোরি স্ট্যান্ড আপ কমিডিয়ান বরণ গ্রোভারের পোস্টের জবাবে। তিনি লেখেন, 'টেস্ট ক্রিকেট স্পেশাল। কারণ এটা বর্ণনামূলক খেলা।' সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন কোহলি। ভারতের জার্সিতে ১২৩টি টেস্ট খেলেন। রান ৯২৩০। রয়েছে ৩০টি শতরান। গড় ৪৬.৮৫। বিরাটের অবসরের পর আবেগঘন পোস্ট শেয়ার করেন অনুষ্কা। তিনি লেখেন, 'সবাই তোমার রেকর্ড এবং মাইলস্টোনের কথা বলবে - তবে আমি সেই চোখের জল মনে রাখব যা তুমি কখনও দেখাওনি। লড়াই যা কেউ দেখেনি। এই ফরম্যাটকে যা ভালবাসা দিয়েছো। জানি এগুলো তোমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। প্রত্যেক টেস্ট সিরিজের পর তুমি আরও একটু বুদ্ধিমান এবং নম্র হয়েছো।' আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা বিরতি। এরপর বাংলাদেশ সিরিজে খেলতে দেখা যাবে কোহলিকে।