আজকাল ওয়েবডেস্ক: সাত বছরের সম্পর্ক শেষ। বিপিন সিং অনেক স্মৃতি রেখে এবার হাঁটা দিলেন কলকাতার দিকে। 

আজ শনিবার থেকে মুম্বই সিটি তাঁর কাছে অতীত। ইস্টবেঙ্গল হতে চলেছে বর্তমান। লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে পা রাখার আগে মুম্বই সিটি শ্রদ্ধায়, ভালবাসায় মুড়িয়ে দিলেন এই উইঙ্গারকে। 

এবার থেকে তাঁর ২৯ নম্বর জার্সি পরবেন না মুম্বইয়ের কেউই। ক্লাবকে দুর্দান্ত সাফল্য এনে দেওয়ার জন্য মুম্বই শ্রদ্ধা প্রদর্শন করল বিপিনের প্রতি। 

সেই ২০১৮ সালে মুম্বইয়ে পা রেখেছিলেন এই উইঙ্গার। শিলং লাজং,  তৎকালীন এটিকে হয়ে  বাণিজ্য নগরীর ক্লাবে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা সেনানী। 

তাঁর সময়ে মুম্বই সিটি এফসি দুটো আইএসএল কাপ, দুটো আইএসএল শিল্ড জিতেছে। বছরের পর বছর ধরে ক্লাবকে সাফল্য এনে দেওয়ার পিছনে বিপিনের ভূমিকা অনস্বীকার্য। 

মুম্বই সিটি এফসি লিখেছে, ২৯ ফরএভার। বিপিনের অবদান এবং তাঁর লিগ্যাসি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুম্বই সিটি এফসি ঠিক করেছে শ্রদ্ধা জানিয়ে তাঁর ২৯ নম্বর জার্সি কারও পিঠে আর উঠবে না। ক্লাবের অন্যতম কিংবদন্তিও বিপিন।  

মুম্বই অধ্যায় শেষ বিপিনের। এবার ইস্টবেঙ্গলে শুরু হবে অন্য এক অধ্যায়।