আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কে তিক্ততা বেড়েছে। এবার ক্রিকেটমহলেও তার প্রভাব পড়ল। সোশ্যাল মিডিয়ায় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন শিখর ধাওয়ান এবং শহিদ আফ্রিদি। পহেলগাঁও প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিতর্কিত মন্তব্যে তীব্র প্রতিবাদ জানান শিখর ধাওয়ান। ভারতীয় ক্রিকেটের গব্বর আফ্রিদিকে কার্গিল যুদ্ধের কথা মনে করান। তাতেই অদ্ভুত প্রতিক্রিয়া প্রাক্তন পাক অধিনায়কের। এমনকী যা শুনে অবাক দানিশ কানেরিয়া। আফ্রিদিকে 'ভণ্ড' অ্যাখ্যা দেন।
পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর ভারতীয় সেনাবাহিনীকে দোষারোপ করেন আফ্রিদি। তাঁদের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। সোশ্যাল মিডিয়ায় তার জোরাল উত্তর দেন ধাওয়ান। তিনি লেখেন, 'কর্গিলেও হারিয়েছি। এমনিতেই এতো নীচে নেমে গিয়েছো, আর কত নীচে নামবে? ফালতু মন্তব্য না করে, নিজের দেশের উন্নতিতে বুদ্ধি কাজে লাগাও। আমাদের ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্বিত। ভারত মায়ের জয়। জয় হিন্দ।' তার উত্তরে আফ্রিদি লেখেন, 'হার-জিত ভুলে যাও শিখর, চলো তোমাকে চা খাওয়াই।' এই মন্তব্য শুনে চটেছেন আফ্রিদির এককালীন সতীর্থ। সরাসরি তাঁকে ভণ্ডের অ্যাখ্যা দেন। কানেরিয়া বলেন, 'অদ্ভুত লাগছে শুনতে যে হিন্দুদের সঙ্গে বসতে চায় না, খেতে চায় না, সে আবার এক হিন্দুকে চায়ের আমন্ত্রণ জানাচ্ছে! জানতাম না চায়ের মাধ্যমে আজকাল ভণ্ডামি হয়।' প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর আফ্রিদি বলেছিলেন, কাশ্মীরে আট লক্ষ ভারতীয় সেনা আছে। তারপরেও এমন ঘটনা ঘটল। মানুষকে নিরাপত্তা দিতে না পারার অর্থ, ভারতীয় সেনা অকেজো। এদিন এরই উত্তর দেন ধাওয়ান।
