আজকাল ওয়েবডেস্ক: ক্রিস গেইল মানেই চার-ছক্কার ঝড়ঝঞ্ঝা। ক্রিস গেইল মানে এক ক্যারিবিয়ান দৈত্যর বিনোদন। ক্রিস গেইল মানেই রেকর্ডের পর রেকর্ড। ক্রিস গেইল মানে আরও অনেককিছু যা ভাষায় প্রকাশ করা যায় না।
সম্প্রতি ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর দ্বিতীয় আসরে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স দলের ক্যাপ্টেন ছিলেন ক্যারিবিয়ান দৈত্য। সেখানে একটি ম্যাচের মাঝে সঞ্চালিকা অদিতি বুধাথোকির সঙ্গে আলাপচারিতায় বেশ কিছু বিষয় নিয়ে মুখ খোলেন 'ইউনিভার্স বস'।
কোন বোলারকে মারতে সবচেয়ে বেশি পছন্দ করতেন গেইল? এই প্রশ্নটাই ছুড়ে দেওয়া হয়েছিল গেইলকে। প্রশ্ন শুনে হাসেন 'ক্যারিবিয়ান দৈত্য'। সেই হাসি দেখে সারা বিশ্বে খেলে যায় বিদ্যুতের চমক। খানিকটা দ্বিধা জড়ানো গলায় দীগল চেহারার প্রাক্তন ব্যাটসম্যান বলেন, মার হজম করা বোলারের তালিকা তো অনেক লম্বা।
আরও পড়ুন: সেই হ্যান্ডশেক অধ্যায় নিয়ে মুখ খুললেন শচীন, স্টোকসকে ধুয়ে দিলেন মাস্টার ব্লাস্টার
গেইল বলে ওঠেন, ''ওয়াও! ওয়াও! ওয়াও! অনেক অনেক বোলার রয়েছে। কার কথা বলব, কাকে বেছে নেব! এতজনের মধ্যে থেকে কোনও একজনকে কি বেছে নেওয়া যায়! আচ্ছা কাকে মারতে সবচেয়ে বেশি পছন্দ করতাম? আমি একজন বাঁ হাতি স্পিনারের নাম বলব, তাঁর নাম ড্যানিয়েল ভেট্টোরি।''
গেইল বলছেন তিনি ভেট্টোরিকে মারতে বেশি পছন্দ করতেন। পরিসংখ্যান বলছে অন্য কথা। কিউয়ি স্পিনারকে আসলে তেমন মারতেই পারেননি গেইল। তবুও তিনি মনে করেন ভেট্টোরি বেশি প্রহৃত হয়েছেন।
