আজকাল ওয়েবডেস্ক: ভারতবাসীর জন্য প্যারিস অলিম্পিকের সবচেয়ে বেদনাদায়ক খবরটি এসেছে কিছুক্ষণ আগে। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে ৫০ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে উঠে আগের দিন রাতেই ইতিহাস সৃষ্টি করেন ভিনেশ ফোগাত। তৃতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়ার পর অলিম্পিকে সোনা জয়ের হাতছানি ছিল। কিন্তু ভাগ্য সঙ্গ দিল না ভিনেশ ফোগাতের। বুধবার সকালে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক থেকে বাতিল করা হল ভারতীয় কুস্তিগিরকে। যার ফলে হতাশ দেশবাসী। ভিনেশ ছিটকে যাওয়ার পরপরই তাঁর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, 'ভিনেশ, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি ভারতের গর্ব। প্রত্যেক ভারতবাসীর অনুপ্রেরণা। আজকের সেটব্যাক আঘাত করবে। এইমুহুর্তে আমি যা অনুভব করছি, কথা দিয়ে যদি তার ব্যাখ্যা করতে পারতাম! একইসঙ্গে আমি জানি, তুমি সহনশীলতার প্রতীক। চ্যালেঞ্জ নেওয়া তোমার স্বভাব। আরও শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন করো। আমরা তোমার জন্য গলা ফাটাচ্ছি।' নিজের এক্স হ্যান্ডেলে এই বার্তা দেন মোদি। 
সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই ভিনেশের এই ঘটনা নিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদি। এই বিষয়ে কী করা যায় এই নিয়ে দু'জনের মধ্যে কথা হয়েছে। ভিনেশের ছিটকে যাওয়া নিয়ে কঠোর প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। বাউট শুরু হতে এখনও ১১ ঘণ্টা বাকি। বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ওজন ২ কেজি বেশি ছিল ভিনেশের। সারা রাত ঘুমননি তিনি। ওজন কমানোর আপ্রাণ চেষ্টা করেন। জগিং, স্কিপিং, সাইক্লিং করেন। তাতেও লাভ হয়নি। বুধবার সকালে ১০০ গ্রাম বেশি ওজন ছিল তাঁর। যা ভিনেশকে প্যারিস অলিম্পিক থেকে ছিটকে দেয়।
সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই ভিনেশের এই ঘটনা নিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদি। এই বিষয়ে কী করা যায় এই নিয়ে দু'জনের মধ্যে কথা হয়েছে। ভিনেশের ছিটকে যাওয়া নিয়ে কঠোর প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। বাউট শুরু হতে এখনও ১১ ঘণ্টা বাকি। বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ওজন ২ কেজি বেশি ছিল ভিনেশের। সারা রাত ঘুমননি তিনি। ওজন কমানোর আপ্রাণ চেষ্টা করেন। জগিং, স্কিপিং, সাইক্লিং করেন। তাতেও লাভ হয়নি। বুধবার সকালে ১০০ গ্রাম বেশি ওজন ছিল তাঁর। যা ভিনেশকে প্যারিস অলিম্পিক থেকে ছিটকে দেয়।
